ওয়েব নিউজ |
তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের দুর্বার উদ্বোধনী জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায় ফরচুন বরিশালের। কাইল মেয়ার্স ও মুশফিকুর রহিমের ব্যাটে জয় আরও স্পষ্ট হয়, তবে বরিশালের বিজয়গাঁথা লেখা হয় মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মিলারের ব্যাটে।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে কুমিল্লা। তাদের কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরু পেলেও টি-টোয়েন্টি মেজাজে রান করতে পারেননি, ইনিংসও বড় করতে পারেননি কেউ। মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক ও আন্দ্রে রাসেলের মাঝারি ইনিংসে ৬ উইকেটে ১৫৪ রান তোলে কুমিল্লা। জবাবে অধিনায়ক তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের দুর্বার উদ্বোধনী জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায় ফরচুন বরিশালের। কাইল মেয়ার্স ও মুশফিকুর রহিমের ব্যাটে জয় আরও স্পষ্ট হয়, তবে বরিশালের বিজয়গাঁথা লেখা হয় মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মিলারের ব্যাটে। ৬ বল হারে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল।
এই জয়ে প্রথমবারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হলো তারা। ২০২২ বিপিএলের ফাইনালে এই কুমিল্লার বিপক্ষেই হার মানায় অপেক্ষা বেড়েছিল ফরচুন বরিশালের। বরিশাল নামের ফ্র্যাঞ্চাইজি চতুর্থ ফাইনালে এসে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল। রেকর্ড চারটি শিরোপা জেতা কুমিল্লা পারলো না টানা তৃতীয়বারের মতো সেরার মুকুট জিততে।