শাহিদুল তন্ময় |
চেন্নাইতে অভিষেকের দিনে আইপিএল ক্যারিয়ারে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন মুস্তাফিজ। ধোনির ছোয়ায় বদলে যাক মুস্তাফিজ, ফিরে পাক তাঁর অতীতের সেই ভয়ংকর রুপ। ব্যাক্তিগত নিজের ১০ বলের মধ্যে ৪ উইকেটে নিয়েই চেন্নাইয়ের এম. এ. চিদম্বরম স্টেডিয়ামের হদুল সমুদ্রকে উৎসবে ভাসালেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজ একাদশে থাকবে নাকি থাকবে না। বাংলাদেশি ভক্তদের মধ্যে এ নিয়ে বিস্তর আলোচনা। কিন্ত সকল জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে ২০২৪ আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাইয়ের আইকনিক হলুদ জার্সিতে নিজেদের হোম ভেন্যুতে অভিষেক হলো মুস্তাফিজুর রহমানের। চেন্নাইয়ের সদ্য অধিনায়কত্ব পাওয়া রুতুরাজ গায়কোয়াড় মুস্তাফিজকে যখন বোলিংয়ে আনলেন ততক্ষনে রান উৎসবে মেতেছিলেন বেঙ্গালুরুর দুই ওপেনার। স্কোরবোর্ডে ডু প্লেসির দলের রান তখন ৪ ওভারে বিনা উইকেটে ৩৭। টাইগার পেসার মুস্তাফিজও অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন প্রথম ওভারেই ডু প্লেসি ও পাতিদার উইকেট দুটি লুফে নিয়ে।
এরপরই রান পাহার থেকে কিছুটা নিচে নেমে আসে টিম বেঙ্গালুরু। ১২ তম ওভারে আবার মুস্তাফিজকে বোলিংয়ে ডাকেন চেন্নাই কাপ্তান। সেই ওভারেও ঝলক দেখিয়ে বিরাট ও গ্রিনের উইকেট তুলে নেন কাটার মাস্টার। এরপর আরও দুই ওভার করলেও আর কোন উইকেটের দেখা পানিনি মুস্তাফিজ। অর্থাৎ চেন্নাইতে অবিষেকের দিনে ৪ ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট ও ২৯ রান দিয়ে এ আসরের শুরুটাকে দারুনভাবে রাঙিয়েছেন মুস্তাফিজুর রহমান। আজ পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে সর্বমোট ৪৯ ম্যাচ খেলে ৫১ উইকেট পকেটে তুলে নিয়েছেন এই পেসার।