আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

User Image
  শাহিদুল তন্ময়
প্রকাশিত - ৩০ এপ্রিল, ২০২৪   ০১:০৬ পিএম
webnews24
ছবিঃ সংগৃহীত
অনলাইন ডেস্ক

প্রতি বিশ্বকাপ মানেই হট ফেভারিট ভারত। গত ১৩ বছরে শিরোপা না জিতলেও কোহলিদের নিয়ে উন্মাদনার শেষ নেই। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে কেমন হবে ভারতের স্কোয়াড সেটা নিয়ে তুমুল আগ্রহ ছিল ভক্তের। ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড 

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে প্রত্যাবর্তন ঘটেছে রিশভ পন্থের। দীর্ঘ ১৬ মাস পর ভারতীয় দলে ফিরেছেন পন্থ।

মূলত উইকেটরক্ষক ব্যাটার—এই পজিশনের জন্য লড়াই করেছেন ভারতের চার ক্রিকেটার। রিশাভ পন্থের পাশাপাশি এই জায়গাটির জন্য লড়াইয়ে ছিলেন কেএল রাহুল, সঞ্জু স্যামসন ও দিনেশ কার্তিক। তবে, কপাল পুড়েছে রাহুল ও দিনেশ কার্তিকের। সুযোগ পেয়েছেন পন্থ ও স্যামসন। দুজনেই উইকেটরক্ষক ব্যাটার। আলোচনায় থাকা রিংকু সিংকে মূল দলে সুযোগ দেয়নি বিসিসিআই। জায়গা পাননি আলোচনায় থাকা আরেক তরুণ শশাঙ্ক সিংরাও। মূল দলে নেই শুভমান গিলও। তবে রিংকু-শুভমান দুজনই আছেন রিজার্ভ তালিকায়। রিজার্ভে আরও আছেন খলিল আহমেদ ও আবেশ খান।

বিশ্বকাপের জন্য অভিজ্ঞদের ওপরই ভরসা রেখেছে ভারত। মন্থর ব্যাটিং নিয়ে আলোচনায় থাকা বিরাট কোহলিও টিকে গেছেন। সমালোচিত হওয়া হার্দিক পান্ডিয়াও যাচ্ছেন বিশ্বকাপে। অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হিসেবে বিশ্বকাপের বিমানে উঠবেন পান্ডিয়া।

বোলিং বিভাগে জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং—এর ওপর ভরসা রেখেছে ভারত। স্পিনে হাত ঘুরাতে আছেন চাহাল, জাদেজা ও কুলদীপ যাদব।

আগামী ২ জুন থেকে শুরু বিশ্বকাপের মেগা ইভেন্ট। ভারতের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়ারল্যান্ডের বিপক্ষে, ৫ জুন।

ভারতের ১৫ জনের বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবাম দুবে, রবিন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, আর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা, মোহম্মদ সিরাজ।

রিজার্ভ দল: শুভমন গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, আবেশ খান।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন