ওয়েব নিউজ |
নীলফামারীতে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ’র চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার ভিডিও ছবি ধারণ করতে গিয়ে সাংবাদিককে সন্ত্রাসী কায়দায় মারপিট করেন ইউপি চেয়ারম্যানসহ বাহিনীর সদস্যরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ সোমবার সকালে নীলফামারী জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে মানববন্ধন করেন সাংবাদিকরা।
গত শনিবার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে ভিজিএফ এর চাল কম দেয়ার ছবি তুলতেই সাংবাদিক নুরুল আমীনকে এলোপাথারী মার-ডাং করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধূরীসহ তার বাহিনীর সদস্যরা। মানববন্ধনে তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনার দাবী সকলের।
এসময় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি স্বপ্না আক্তার স্বার্ণালী শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন,জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল-আমিন, সাবেক সভাপতি নুর আলম সিদ্দিকীসহ জেলায় কর্মরত বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা।