আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

সীমিত জনবলেও যাত্রীসেবায় প্রশংসনীয় ভূমিকা-রেলওয়ের পাকশী ও লালমনিরহাট

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ২০ এপ্রিল, ২০২৫   ১১:১৬ পিএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
টিএ পান্না, ঈশ্বরদী প্রতিনিধি

সীমিত জনবল ও সম্পদের মধ্যেও যাত্রীসেবা নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রাখছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের পাকশী ও লালমনিরহাট বিভাগ। নিরলস প্রচেষ্টায় তারা যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর সেবা দিতে সক্ষম হয়েছে।

নিরাপত্তাবাহিনীর সদস্যদের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন রুটের রেললাইন পরিদর্শন এবং ট্র্যাক ফিটিংস চুরি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই সঙ্গে মাইকে যাত্রীদের সচেতন করতে নিয়মিতভাবে ঘোষণা প্রচার করা হচ্ছে।

রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম এবং মহাপরিচালক আফজাল হোসেনের নির্দেশনা অনুযায়ী পাকশীসহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই অক্লান্ত পরিশ্রম ও যাত্রীদের সহযোগিতায় সাম্প্রতিক সময়ে রেলসেবার মানে দৃশ্যমান উন্নয়ন ঘটেছে।

পশ্চিম অঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. আহসান জাবির বলেন,
“সীমিত লোকবল থাকা সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে যাত্রীসেবা নিশ্চিত করার চেষ্টা করছি। ভবিষ্যতে এই সেবার মান আরও বাড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

ঈদসহ যেকোনো বিশেষ সময়েও সমান গুরুত্ব দিয়ে কাজ করছে রেলওয়ে। নিয়মিত যাত্রীদের মতে, রেলসেবার এই ইতিবাচক পরিবর্তন ভবিষ্যতে আরও গতিশীল ও যাত্রীবান্ধব হবে, এমন প্রত্যাশাই তাদের।

রংপুর লালমনিরহাট
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ভুল রাজনীতির বয়ান' নিয়ে তুমুল প্রতিক্রিয়া