আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

আগামীকাল ফ্রান্সে পালিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ০৯ এপ্রিল, ২০২৪   ১২:৫৩ পিএম
webnews24
ছবি : সংগ্রহীত
বদরুল বিন আফরোজ 

সোমবার সন্ধ্যায় ফ্রান্সের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল বুধবার ফ্রান্স সহ ইউরোপের সবকটি দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালিত হবে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে সারাদেশে বসবাসরত মুসলিমরা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করবে ঈদুল ফিতর।

ফ্রান্সের জাতীয় মসজিদ 'গ্রান্ড মস্ক দূ প্যারিস তার সভাককক্ষে মসজিদ কমিটির পক্ষ থেকে দেশের আকাশে সোমবার চাঁদ ওঠার খবরটির বিষয়ে তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ফ্রান্সে ঈদের দিন নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার সন্ধ্যায় গ্রান্ড মস্ক দূ প্যারিস কমিটির সভা বসে। এ সময় সিদ্ধান্তে বলা হয় সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার ফ্রান্সে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর ।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয় মসজিদ 'গ্রান্ড মস্ক দূ  প্যারিস।

দেশটির ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসসহ সারাদেশে বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটিতে বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফ্রান্সে বাংলাদেশ কমিটির সবচেয়ে বড় মসজিদ ও ইসলামিক সেন্টার ইস্তা এবং ওভারভিলা জাতীয় মসজিদের প্রধান জামাত অনুষ্ঠানের প্রস্তুতি শেষ হয়েছে।  

ইস্তা মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০ মিনিটে। ওভারভিলা মসজিদে প্রথম জামাতে অনুষ্ঠিত হবে ৭:২৫ মিনিটে এরপর ধারাবাহিকভাবে বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হবে।ঈদের নামাজের জামাত চলবে ১২.৩০ মিনিট পর্যন্ত।এছাড় বাংলাদেশ কমিউনিটির ছোট ছোট প্রায় প্রতিটি মসজিদে একাদিক ঈদ জামাত অনুষ্টিত হবে। বাংলাদেশী ছাড়া অন্যান্য কমিউনিটির মুসলিমরা মসজিদের পাশাপাশি মিনি স্টেডিয়াম মাঠে খোলা আকাশে ঈদের নামাজ আদায় করবেন।

ঈদের দিন দেশটির সরকার ঘোষিত নিয়ম ভঙ্গ না করার পরামর্শও দিচ্ছেন মসজিদ কমিটি।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন