আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ
সিলেটের সূর্যসন্তান

জাকের আলী হতে পারে টাইগার ক্রিকেটের আন্দ্রে রাসেল

User Image
  শাহিদুল তন্ময়
প্রকাশিত - ১৪ মার্চ, ২০২৪   ০৮:৫১ এএম
webnews24
ছবিঃ সংগৃহীত
তাকি বিন মহাসিন, ঢাকা

জাকের আলী অনিক! কিছুদিন আগেও যে নামটা ছিল বেশ অপরিচিত। তবে সময়ের বিবর্তনে যে নামটি এখন হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রান। পাওয়ার হিটিং ফিনিশার হিসেবেও বেশ নজর কেড়েছে ক্রিকেট ভক্তদের কাছে। আরোও নির্দিষ্ট করে বললে তাঁর মধ্যে লাল সবুজের আন্দ্রে রাসেলের ভুমিকা দেখছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। কিন্ত টাইগার ভক্তরা নিশ্চয়ই চাইবেন জাকের আলী অনিক যেন ছাড়িয়ে যাবেন টি-টোয়েন্টির মাস্টারক্লাস খ্যাত ক্যারিবিয়ান এই কিংবদন্তি ফিনিশারকেও। 

সিলেটের হবিগঞ্জ শহরে জন্ম নেয়া ৫ ফুট ১০ ইঞ্চির এই ছেলেটি জাতীয় দলে খেলেছে মাত্র ৬ টি  টি-টোয়েন্টি ম্যাচ। যার প্রথম ৩ টি ছিলো গত বছরের এশিয়ান গেমসে। বাকি ৩ টি সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ৬ ম্যাচ খেলেই ইতিমধ্যে নামের পাশে বাহবা পেয়েছেন ফিনিশারের তকমা। এসেছেন গণমাধ্যমের শিরোনামে, প্রত্যাশা বাড়িয়েছেন, সঙ্গে জাতও চিনিয়েছেন নিজের। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হয়ে উঠেছিলেন বাংলাদেশ দলের ফিনিক্স পাখি। চিরচেনা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলে দেখিয়েছেন নিজের ক্যারিশমা। ৩ রানের তিক্ত হারের স্বাদ নিয়ে বাংলাদেশ দল মাঠ ছাড়লেও সে ম্যাচেই ভক্তদের হৃদয় জিতে নিয়েছেন অনিক। দেশীও কোচ সালাউদ্দিন আগে থেকেই জানতো, সুযোগ পেলে অনিক হবে টাইগারদের ট্রাম কার্ড। সুযোগ পেয়ে অনিক প্রমাণ করে দেখিয়ে দিলেন সালাউদ্দিন ভুল ছিলেন না। 

ইতিপূর্বে জাকের আলী অনিক ২০১০ সালে বিকেএসপিতে ভর্তির পর বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ ও ১৭ দলে স্থান করে নেন। ২০১৬-১৭ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে তিনি প্রথম সারির ক্রিকেটে অভিষিক্ত হন। সেই সাথে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলেছেন চায়ের শহরের এই সন্তান।

এরপর ২০১৭ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে লিস্ট এ ক্রিকেটে এবং ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্সে খেলার মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত হন এই উইকেট কিপার ব্যাটার।

এর পরের গল্প অনিকের ছক্কার ফুলঝুরিতে জেনে গেছে টেকনাফ থেকে তেতুলিয়া। এখন জানার বাকি পুরো ক্রিকেট বিশ্বের। সেই অপেক্ষায় প্রহর গুনছে অনিক সহ টাইগার সমর্থকরা। সময়ের সাথে সাথে অনিক হবেন আরো পরিনত নাকি হারিয়ে যাবেন নাসির, সাব্বিরদের দেখানো পথে সেই প্রশ্ন আপাতত তোলা থাকল ভবিষ্যৎ এর কাছে।

এদিকে সিলেটের এই সূর্যসন্তানের প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৩ টি ডাবল সেঞ্চুরির মালিকের জীবন যাপনে মুগ্ধ অনিক। তার মতো দেশসেরা উইকেট কিপার ব্যাটসম্যান হতে চান এই ক্রিকেটার। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন বলে জানিয়েছেন অনিক।
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন