আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ইংলিশ চ্যানেলে অভিবাসী পাচার: উত্তর ফ্রান্সে তিন জনের কারাদণ্ড

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ১৪ মার্চ, ২০২৪   ১২:৪৩ পিএম
webnews24
ছবি || অনলাইন থেকে
আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় সোম উপকূল থেকে প্রায় ৮০ জন অভিবাসীকে ইংল্যান্ডে পাচারের চেষ্টার দায়ে তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে ফরাসি আদালত৷ সাজাপ্রাপ্তদের সবাই স্থানীয় ফরাসি নাগরিক৷

তিন অভিযুক্তকে রোববার (১০ মার্চ) ফ্রান্সের উত্তরাঞ্চলীয় সোম ডিপার্টমেন্টের কাইয়ো-সুর-মের অঞ্চল থেকে আটক করে ফরাসি পুলিশের জন্দারমেরি শাখা৷ 

বুধবার (১৩ মার্চ) আমিয়া অঞ্চলের আদালত তাদেরকে অভিবাসীদের চ্যানেল পাড়ি দিতে সহায়তা করতে প্রস্তুত করার দায়ে সাজা দিয়েছে৷

ফরাসি পুলিশ জানায়, রোববার সকাল ৯টার দিকে আমাদের কাছে তথ্য আসে যে একদল অভিবাসী কাইয়ো-সুর-মের উপকূল থেকে ইংলিশ উপকূলের দিকে যাত্রার প্রস্তুতি নিচ্ছে৷ খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশের টহল দল পাঠানো হয়৷ 

কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই অভিবাসীদের মধ্যে ৪০ জন ব্রিটেনের দিকে যাত্রা শুরু করে দিয়েছিলেন৷ পুলিশ উপকূলে থাকা অপর ৪০ জন অভিবাসীর যাত্রা আটকে দেয়৷ তাদের সবাই ছিলেন ইরান ও ভিয়েতনামের নাগরিক৷ 

এছাড়া ঘটনাস্থল থেকে সাজাপ্রাপ্ত তিন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ৷ এই তিন ব্যক্তির মধ্যে একজন ৩৫ বছর বয়সি আলেকজন্দ টি৷ তিনি সাঁ কন্তা অঞ্চলের বাসিন্দা৷ তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিবাসীদের নিয়ে সমুদের দিকে যাওয়ার ব্যবস্থা করার কথা স্বীকার করেছেন৷

তদন্তকারীদের মতে, তিনি এর আগেও ৪০ অভিবাসীকে সমুদ্রে পাড়ি দেয়ার প্রস্তুতির একটি অভিযানে অংশ নিয়েছিলেন৷ 

গ্রেপ্তার হওয়া তিন জনকে রোববার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল৷ জিজ্ঞাসাবাদে আলেকজন্দ টি ব্যাখ্যা করেন, তিনি অন্য একজনের আদেশ মেনে এসব করেছিলেন৷ ওই ব্যক্তির সঙ্গে তিনি এনক্রিপ্ট করা টেলিগ্রাম মেসেজিংয়ের মাধ্যমে যোগাযোগ করেছিলেন৷

তিন ব্যক্তির মধ্যে আরেকজন ২২ বছর বয়সি আলেকজন্দ থমাস ভি। তিনি সোম ডিপার্টমেন্টের বাসিন্দা৷ আলেকজন্দ একদল অভিবাসীকে উত্তর ফ্রান্সের রুবে এলাকায় আসা একটি ট্রাকে তুলে দিতে অনুরোধ করেছিলেন৷ 

অপর ব্যক্তি হলেন ৩৩ বছর বয়সি আলেকজন্দ ইয়োহান এল৷ যিনি অভিবাসীদের জন্য নৌকা কিনতে উত্তর ফ্রান্স থেকে জার্মানিতে এসেছিলেন৷ 

ইয়োহান জিজ্ঞাসাবাদে বলেন, ‘‘আমি নির্বোধের মতো তাদের প্রস্তাব গ্রহণ করেছি৷ আমার ভাবা উচিত ছিল৷ আমি এই কাজের জন্য অনুতপ্ত৷’’

পুরো কাজের জন্য এই তিন ব্যক্তিকে ৩০০ থেকে এক হাজার ইউরো দেয়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ৷ 

আদালতের রায়ে থমাসকে দুই বছর, ইয়োহানকে এক বছর এবং আলেকজন্দকে দেড় বছরের সাজা দেয়া হয়েছে৷

অভিযুক্ত আলেকজন্দ টি এর আইনজীবী লর সন্সি বলেন, ‘‘তাদের কৃতকর্মের চেয়ে সাজা বেশি দেয়া হয়েছে৷ এগুলো কোনো বড় নেটওয়ার্ক নয়৷ তাদেরকে ধরা কঠিন নয়৷ তাদের দলে কোন ডন নেই কিংবা সংঘবদ্ধ চক্র নেই৷’’

তিনি আরো বলেন, ‘‘আমার মতে পেছনে থাকা মূল ব্যক্তিদের খুঁজে বের করতে একটি বিচার বিভাগীয় তদন্ত খোলা এবং দীর্ঘ সময় ধরে তদন্ত চালানো প্রয়োজন ছিল৷’’

সোম এলাকায় পাচারে যুক্ত ব্যক্তিদের আটকের ঘটনা এটিই প্রথম৷ তদন্তকারীরা পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করে তিন আসামির বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ হাজির করেছিলেন৷ 

চলতি বছরের শুরু থেকে ফরাসি পুলিশ ইংল্যান্ডে যাওয়ার জন্য সমুদ্রের দিকে যাত্রার চেষ্টা করা মোট ২৬০ জনকে গ্রেপ্তার করেছেন৷ চলতি শীতের পর থেকে সমুদ্রে প্রতিকূল তাপমাত্রা বিরাজ করলেও কমেনি অভিবাসীদের পারাপারের চেষ্টা৷

অনিয়মিত অভিবাসীদের যাত্রা ঠেকাতে ১ এপ্রিল থেকে ১৬ জন জন্দারমেরি পুলিশকে সামেরিয়ান উপকূলে টহলের জন্য নিযুক্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ৷ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন