![]() |
ওয়েব নিউজ |
দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা সংবাদদাতা সফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে ও সাংবাদিকের মুক্তির দাবীতে সোমবার দুপুরে মুন্সীগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের বঙ্গবন্ধু সড়কে দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত আধ-ঘন্টার মানববন্ধন করে। মানববন্ধন শেষে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সমাবেশে মিলিত হয়।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছিরউদ্দিন জুয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সহ-সভাপতি গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল, সচেতন নাগরিক কমিটি সনাকের সদস্য পলাশ কুমার দে, মাইটিভির প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নাদিম হোসাইন, এনটিভির প্রতিনিধি মঈনউদ্দিন সুমন, বাংলাদেশ বেতারের প্রতিনিধি নজরুল হাসান ছোটন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ফয়সাল হোসেন, যমুনা টিভির প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, দৈনিক আমার বাংলার প্রতিনিধি নাজির হোসেন, দৈনিক কালবেলার গজারিয়া উপজেলা প্রতিনিধ সাঈদ আরফান, ফটো সাংবাদিক আমির হোসেন, সৌরভ চন্দ্র দাস প্রমুখ।
আরো পড়ুন>> তথ্য চাওয়াকে কেন্দ্র করে সাংবাদিক জেলে
সমাবেশে বক্তারা বলেন, তথ্য চাওয়ায় একজন সংবাদ কর্মীর অধিকার। আর সেই জন্য অপরাধ হিসেবে গন্য করে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেওয়া স্বাধীন সাংবাদিকতার হুমকি স্বরূপ। সাংবাদিকের তথ্য চাওয়ার এবং পাওয়ার অধিকার উন্মুক্ত থাকা উচিত। প্রশাসনের কর্মকর্তাদের লাগামহীন ক্ষমতার অপব্যবহার মেনে নেওয়া যায় না। কাজেই দেশ রূপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানার ৬ মাসের সাঁজা দেওয়া প্রহসনের বিচার হিসেবেই মনে করি আমার। সাঁজা দেওয়ার ঘটনায় নকলার ইউএনও’র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া দরকার। একই সঙ্গে সাংবাদিক সফিউজ্জামান রানার নি:শ^র্ত মুক্তি দাবী করছি।