ওয়েব নিউজ |
সেনেগাল থেকে মরক্কো হয়ে অভিবাসীদের স্পেনের অ্যাডলফো সুয়ারেজ মাদ্রিদ-বারজাস বিমানবন্দরের মধ্য দিয়ে পাচারে জড়িত একটি নেটওয়ার্ক ভেঙে দেয়া হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ৷
স্প্যানিশ ন্যাশনাল পুলিশ জানিয়েছে, অভিবাসীদের স্পেনে এনে জাল নথি দিয়ে অপ্রাপ্তবয়স্ক হিসাবে পরিচয় দিয়ে রাজনৈতিক আশ্রয় করতে সহায়তাকারী একটি নেটওয়ার্ককে ভেঙে দেয়া হয়েছে৷
তদন্ত অনুসারে, নেটওয়ার্কটি অভিবাসীদের মাদ্রিদ বিমানবন্দরে পৌঁছানোর পরে কিভাবে কাজ করতে হবে তা নিয়ে বিস্তারিত তথ্যসহ একটি নির্দেশিকা সরবরাহ করত৷ তারা সেনেগাল থেকে অভিবাসীদের ক্যাসাব্লাঙ্কা (মরক্কো) হয়ে পরবর্তীতে অ্যাডলফো সুয়ারেজ মাদ্রিদ-বারজাস বিমানবন্দরে নিয়ে আসতো৷ সেখান থেকে অনেক অভিবাসীকে স্পেনে নামানো হলেও বেশ কিছু ব্যক্তিকে আবার মাদ্রিদ থেকে বেআইনি উপায়ে দক্ষিণ আমেরিকার বিভিন্ন ফ্লাইটে তুলে দিত৷
পুলিশ জানায়, মাদ্রিদে আসা অভিবাসীরা নিজেদেরকে অপ্রাপ্তবয়স্ক বলে পরিচয় দিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতো৷ নেটওয়ার্কটি এই পরিষেবার জন্য জনপ্রতি তিন থেকে পাঁচ হাজার ইউরো অবৈধ মুনাফা হাতিয়ে নিত৷
মূলত স্পেনে সেনেগাল থেকে আসা অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের আশ্রয় আবেদন বৃদ্ধির প্রতিক্রিয়া হিসাবে ২০২৩ সালের শেষ দিক থেকে এই চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করে মাদ্রিদ কর্তৃপক্ষ৷
এই অভিযানের অংশ হিসাবে গত বছরের শেষে, স্প্যানিশ জাতীয় পুলিশ ইউরোপে অবস্থানরত নেটওয়ার্কটির এক নেতাসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে৷
অভিযানের সময় মাদ্রিদ, টোলেডো এবং গুয়াদালাজারায় অবস্থিত ১০টি বাড়িতে অনুসন্ধান করা হয়েছিল৷ সেখান থেকে মিথ্যা নথি, নগদ অর্থ এবং কম্পিউটার সরঞ্জাম জব্দ করা হয়েছিল৷
২০২৩ সালে স্পেনে অভিবাসনের হার বৃদ্ধি লক্ষ্য করা গেছে৷ গত বছর মোট ৫৬ হাজার ৮৫২
জন লোক দেশটিতে প্রবেশ করেছে৷ বিশেষ করে ক্যানারি দ্বীপপুঞ্জে মরক্কো, আলজেরিয়া, মালি, সেনেগাল এবং ভেনিজুয়েলা থেকে আসা অভিবাসীদের ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গেছে৷
এমন পরিস্থিতিতে স্পেনে সীমান্ত নিয়ন্ত্রণের অসুবিধা, সামাজিক একীকরণ এবং অভিবাসীদের শ্রম শোষণের মতো নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে৷
স্প্যানিশ সরকার সীমান্ত নজরদারি জোরদার করা এবং ইন্টিগ্রেশন নীতি জোরদারের মতো পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যার সমাধান করার উদ্যোগ নিয়েছে৷ মাদ্রিদ বিমান বন্দরে পরিচালিত মানবপাচার বিরোধী অভিযান সরকারের আইনি অভিযানের অংশ বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ৷