আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্স ১০ম বর্ষপূর্তি উদযাপন 

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৪   ১১:০৬ পিএম
webnews24
ছবি: ওয়েব নিউজ
প্রতিবেদক : তাজ উদ্দিন, ফ্রান্স

জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্স এর দশম বর্ষপূর্তি উপলক্ষে  সোমবার (৫মার্চ) ২০২৪ ফ্রান্সের রাজধানী প্যারিসে এক হল রুমে ১০ম বর্ষপূর্তি অনুষ্টিত হয় । দুই পর্বের এই অনুষ্টানে প্রথম পর্বে ছিল আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে ছিল বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখার জন্য ক্রেষ্ট বিতরণ । 

সংগঠনের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস এর যৌত সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় । প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন  গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী ।বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিকানো বাঙ্গালি'র সভাপতি সরুফ ছদিউল  বাংলাদেশি ফুটবল এসোসিয়েশন ফ্রান্স সভাপতি হাসান শাহ,ফ্রান্স আল ইসলাহ'র সভাপতি  মুফতি মাশুক আহমদ। 

অনুষ্ঠানের শুরুতে প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী আব্দুল মুহিত।সূচনা বক্তব্যে দেন এসোসিয়েশন যুগ্ম সাধারন স্মাপদক আব্দুল কুদ্দুস। এছাড়া আরও বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আশফাক রাহাত চৌধুরী , দেলোয়ার হোসেন ,  আব্দুর রশিদ চৌধুরী , রিপন চৌধুরী, আব্দুল কাদির ,মুজাক্কির চৌধুরী, শাহেদ আহমদ ,জাফরান আহমদ ,দুলাল আহমদ, নজরুল আলী ,মোয়াজ্জিন হুসেন মোয়ান, হোসেন আহমদ ,আরিফ উদ্দিন ,ইমরান হোসেন সহ জকিগঞ্জের আরো অনেক । 

উপস্থিত বক্তারা সংগঠনের অতীত কার্যক্রম সহ ভবিষ্যতে কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করেন । এ ছাড়াও তুলে ধরা হয় সংগঠনের বিভিন্ন মানবিক কাজগুলো । এ সময় সংগঠনের বিভিন্ন মানবিক কাজ করে যারা সংগঠন কে এগিয়ে নিতে বিশেষ অবদান রেখেছেন  তাদেরকে কাজের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় । ফ্রান্সের স্থায়ী শহীদ মিনার নির্মাণকারক সংগঠন সিকানো বাঙালি সভাপতি জকিগঞ্জের কৃতি সন্তান সরফ সদিউল কে বাংলাদেশ তথা ফ্রান্স এ বাংলাদেশি কমিউনিটি ও সংস্কৃতি কে ফ্রান্সের মধ্যে তুলে ধরার জন বিশেষ সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয় । বাংলাদেশি কমিউনিটির সংস্কৃতি ও ক্রীড়াঙ্গন এ বাংলাদেশি ৭৬ টি ফুটবল গ্রুপের প্রধান সংগঠন বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ক্রীড়া মোদী ব্যক্তিত্ব হাসান শাহ কে তার বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। 

লন্ডনে জকিগজ্ঞি কমিউনিটির  তথা বহর্বিশ্ব জকিগজ্ঞ কে অত্যন্ত সুন্দর ও সুসংগঠিত ভাবে তুলে ধরার জন্য যুক্তরাজ্য প্রধান সংগঠন জকিগঞ্জ ঐক্য পরিষদ লন্ডন কে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয় । এ সময় সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট গ্রহন করেন ব্রিটেন থেকে আগত কমিটির সেক্রটারী  মাওলানা আব্দুল কুদ্দুস ।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
চেয়ারসিংহাসনে' অটল অবস্থান