আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ট্রিপল সেঞ্চুরির পথে মুস্তাফিজ

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ০৬ মার্চ, ২০২৪   ০৯:০৬ এএম
webnews24
তাকি বিন মহাসিন, ঢাকা

আজ বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়ে কিংবদন্তি ক্রিকেটার লাসিথ মালিঙ্গা ও ইংল্যান্ডের আদিল রশিদকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সুযোগ ছিল প্রথম ম্যাচেও কিন্ত সে ম্যাচে উইকেট শূন্য থাকায় নিজেকে মেলে ধরতে পারেননি এ টাইগার পেসার।


৩০০ উইকেট থেকে মাত্র ২ উইকেট দূরে মুস্তাফিজ।ক্রিকেটের ৩ ফরম্যাট মিলে মুস্তাফিজের উইকেট সংখ্যা ২৯৮ টি। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ১৬২ টি, বিশ-ওভারের ক্রিকেটে ১০৫ টি ও পাঁচ-দিনের ক্রিকেটে ৩১ টি।

এ ম্যাচে ২টি উইকেট নিতে পারলে ডাবল কীর্তি গড়তে পারবেন ফিজ। টি-টোয়েন্টিতে ছাড়িয়ে যেতে পারবেন লাসিথ মালিঙ্গা ও আদিল রশিদকে। তিন ফরম্যাটে ছুঁতে পারবেন ৩০০ উইকেটের মাইফলক। টি-টোয়েন্টিতে মালিঙ্গা ও আদিল রশিদ শিকার করেছেন ১০৭ উইকেট। ১০৭ উইকেট নিতে লঙ্কানের ৮৪ ও রশিদের লেগেছে ১০৪ ম্যাচ। ৮৯ ম্যাচ খেলে ফিজের উইকেটসংখ্যা ১০৫টি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে থেকে ৩টি উইকেট নিতে পারলেই তাদের ছাড়িয়ে যাবেন কাটার মাস্টার। টি-টোয়েন্টিতে ১৫৭ উইকেট নিয়ে সবার শীর্ষে কিউই পেসার টিম সাউদি, টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৪০ উইকেট।

৩০০ উইকেটের ক্লাবে ঢোকা দুজন বাংলাদেশি হলেন-সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। সাকিব ৬৯০ ও মাশরাফী নিয়েছেন ৩৮৯ উইকেট।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন