শাহিদুল তন্ময় |
আলোচনার সমালোচনা রেশ কাটিয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিছু কিছু ক্ষেত্রে বেশ সুনাম অর্জন করেছে। খেলায় প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে ধারাভাষ্য ছিল চোখে পরার মত। সম্প্রচারের মান আগের তুলনায় বেশ ভালো ছিল ।
বিপিএল শেষ হওয়া রেশ কাটতে না কাটতেই আগামী বিপিএল নিয়ে নতুন খবর এখন থেকেই ক্রিকেট পাড়ায় উড়ছে। বিপিএলে নতুন দল হিসেবে নাম লেখাতে চায় চারটি দল।
যার সত্য তো নিশ্চিত করেছেন, বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
তিনি ওয়েব নিউজকে জানান, বিপিএলে অংশগ্রহণের জন্য মোট চারটি নতুন দল আবেদন জানিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের ব্যস্ত সূচির কারণে দলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন মল্লিক।
বিসিবির এই কর্তাব্যক্তি বলেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন।
আমাদের কাছে ইতোমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে।
বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।