![]() |
ওয়েব নিউজ |
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) নির্ধারিত স্থানে স্থাপন নিশ্চিত করার দাবিতে শান্তিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে ‘সুবিপ্রবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থী হাম্মাদ আজাদ রাহিম ও ওবায়দুল হক মোনেমের যৌথ সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন এবং শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির।
বক্তারা বলেন, “সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন। ২০২০ সালে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সুনামগঞ্জকে এই প্রকল্পের জন্য উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করা হয় এবং ২০২২ সালে উপাচার্য নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয়। কিন্তু সম্প্রতি একটি মহল এই বিশ্ববিদ্যালয় অন্যত্র স্থানান্তরের দাবি তুলেছে, যা অত্যন্ত দুঃখজনক।”
তারা আরও বলেন, “যে স্থানটি জেলা বাসীর বহুদিনের স্বপ্ন, সেখানে না করে বরং সীমান্তবর্তী একটি অঞ্চলে স্থানান্তরের ষড়যন্ত্র চলছে। আমরা এই অন্যায্য সিদ্ধান্ত মেনে নেব না।”
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সুবিপ্রবি সুনামগঞ্জবাসীর স্বপ্নের প্রকল্প। কেউ যেন এই প্রকল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টি না করে। আমরা সকল পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাই। তবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করার মতো কোনো পদক্ষেপ আমরা মেনে নেব না।”
মানববন্ধন শেষে সুবিপ্রবি উপাচার্যের মাধ্যমে ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়, যাতে বিশ্ববিদ্যালয়ের স্থানান্তরের চেষ্টা বন্ধ করে নির্ধারিত স্থানেই স্থাপন নিশ্চিত করার দাবি জানানো হয়।