আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

শায়খ জুবায়ের আহমদকে ‘খেদমতে খালকের স্মারক’ প্রদান

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৫   ১১:২২ এএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
আবদুর রহমান জামী, শান্তিগঞ্জ প্রতিনিধি

ইসলাম ধর্ম, সমাজ ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত আলেম ও দাঈ হযরত মাওলানা শায়খ জুবায়ের আহমদকে ‘খেদমতে খালক স্মারক’ প্রদান করেছে মাদরাসাতুস সুফফাহ ইনসানিয়াত কমপ্লেক্স।

রবিবার ৭ এপ্রিল বিকেল ২টায় মাদ্রাসার একটি কক্ষে এক অনাড়ম্বর ও হৃদয়গ্রাহী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা স্মারক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসাতুস সুফফাহ’র প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ মুসা আল হাফিজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা জাকারিয়া আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত আলেম শায়খ জুবায়ের আহমদ। তিনি বলেন,

“আল্লাহর রাস্তায় কাজ করাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। সমাজ ও মানুষের কল্যাণে কাজ করাকে ইবাদতের অংশ মনে করে এগিয়ে যেতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া সাদারাই মাদরাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের এবং ছাতারপই দারুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি মনজুর আহমদ। তাঁরা শায়খ জুবায়ের আহমদের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্যের ছোট কাগজ ত্রৈমাসিক অক্ষর পত্রিকার সম্পাদক ও তরুণ লেখক আবদুর রহমান জামী। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা ইয়াহিয়া আহমদ, যার সুমধুর কণ্ঠে উপস্থিত সবাই বিমুগ্ধ হন। অনুষ্ঠানটি ছিল আবেগঘন, শ্রদ্ধাপূর্ণ ও অনুপ্রেরণায় ভরপুর।

সুনামগঞ্জ
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন