ওয়েব নিউজ |
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী পরিষদের সদস্য ও ছাত্রলীগ নেতা মোশারফ হোসাইনের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবর প্রকাশ হওয়ার পর থেকে সারা দেশের ন্যায় জগন্নাথপুরেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাদের বাড়িতে হামলা শুরু হয়।
গত ৬ই আগস্ট মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার বুধরাইল গ্রামে ছাত্রলীগ নেতা মোশারফ হোসাইনের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। তারা ঘরের ফার্নিচার ভেঙে ও কিছু আসবাবপত্র লুট করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। পাশাপাশি বুধরাইল গ্রামের আরেক বাসিন্দা জগন্নাথপুর ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী সুমে বেগমের বাড়িতেও দুর্বৃত্তরা হামলা করে ভাঙচুর করেছে।
এছাড়াও উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের যুগ্ম-সম্পাদক আবুল হাসানের বাড়িতে আগুন দেয়া হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার রাত ৮টার দিকে সৈয়দপুর ইশানকোনা গ্রামে চেয়ারম্যান আবুল হাসানের বাড়িতে আগুন দেয়া হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান আবুল হাসান জানান, "আমি বাড়িতে না থাকার সুযোগে প্রতিহিংসায় আমার বাড়িতে আগুন দেয়া হয়েছে। এতে একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। একই সঙ্গে আমার স্পিডবোটটিও ভেঙে নষ্ট করে দেয়া হয়।"
সৈয়দপুর গ্রামের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, একই দিনে গ্রামের ঐতিহ্যবাহী পাঠাগার ও ইউনিয়ন অফিসেও ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা, তারা অনেক মালামালও লুট করে নিয়ে যায়।