ওয়েব নিউজ |
গত বছর নর্ডিক দেশ সুইডেনে কোরআন পুড়িয়ে সমালোচনায় আসা ব্যক্তিকে আটক করা হয়েছে৷ প্রতিবেশি দেশ নরওয়েতে আটক হয়েছেন তিনি৷
আদালতের এক নথির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ২৮ মার্চ তাকে আটক করে নরওয়ে পুলিশ৷ আটক হওয়া ওই ব্যক্তিকে সুইডেনে ফেরত পাঠানো নির্দেশনা দিয়েছে আদালত৷
গত গ্রীষ্মে সুইডেনে কোরআন পুড়িয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসেন দেশটিতে বসবাসরত ইরাকি অভিবাসী সালওয়ান মোমিক৷ কোরআন পোড়ানোর ঘটনার পর তিনি নরওয়েতে পাড়ি জমান৷ সেখানেই আশ্রয় চাওয়ার পরিকল্পনা করেছিলেন বলেও জানা গেছে৷
তবে নরওয়েতে পৌঁছানোর একদিন পরেই তাকে আটক করা হয়৷
এরপর ৩০ মার্চ আদালতে নিয়ে যাওয়া হলে তাকে চার সপ্তাহ আটক রাখার নির্দশ দেয় আদালত৷ এই সময়ের মধ্যে নওয়েজিয়ান ডিরেক্টরেট অব ইমিগ্রেশন তাকে সুইডেনে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে৷
আদালতের নির্দেশনায় বলা হয়, আনুষ্ঠানিক এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথে তাকে ফেরত পাঠনো হবে৷
গত গ্রীষ্মে কোরআন পোড়ানোর ঘটনার পর মুসলিম বিশ্বসহ সারা বিশ্বে নিন্দার ঝড় উঠে৷ ঘটনার প্রতিবাদে ইরাকে অবস্থিতি সুইডিশ দূতাবাস প্রাঙ্গণে জড়ো হয় অনেকে৷ এসময় দূতাবাস প্রাঙ্গণে আগুন দেওয়ার ঘটনাও ঘটে৷
কোরআন পোড়ানোর ঘটনার নিন্দা জানায় সুইডিশ সরকারও৷ তবে সরকারের পক্ষ থেকে দেশের বাকস্বাধীনতা আইনের কথা বলা হয়৷
এরপর আশ্রয় আবেদনে ভুল তথ্য দেয়ার অভিযোগে মোমিকের সুইডেনে বসবাসের অনুমতি বাতিল করে দেশটির সরকার৷ পরে তাকে দেশটির আইন অনুযায়ী একটি অস্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়৷