আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

প্যারিস: আবাসনের দাবিতে নগর ভবনের সামনে ১৫০ অভিবাসীর অবস্থান

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ০৫ এপ্রিল, ২০২৪   ১২:২১ এএম
webnews24
ছবি : সংগ্রহীত
আন্তর্জাতিক ডেস্ক

সোমবার সন্ধ্যা থেকে তীব্র বৃষ্টি উপেক্ষা করে কোনো প্রকার তাঁবু ছাড়াই প্যারিসের নগর ভবনের সামনে অবস্থান করছেন প্রায় দেড়শ’ জন অভিবাসী। সরকারি আবাসন ব্যবস্থায় ঠাঁই পেতে তারা এই আন্দোলন করছেন।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭:৩০টা থেকে প্যারিসের ঐতিহাসিক মেয়র কার্যালয় বা নগর ভবনের সামনে অবস্থান করতে শুরু করেন অভিবাসীরা। এদের মধ্যে বড় একটি অংশ নারী ও শিশু। এদের বেশিরভাগই সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। 

পরিবারগুলোর সাথে এক বছরের কম বয়সি সাতটি এবং তিন বছরের কম বয়সি ১৬টি শিশু রয়েছে। সবচেয়ে কম বয়সি শিশুটির বয়স তিন মাস। 

কয়েক বছর ধরে প্যারিসের নগর ভবনের সামনের স্থালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে অস্থায়ী ক্যাম্প করে আবাসনের আন্দোলন করে থাকেন নিয়মিত এবং অনিয়মিত অভিবাসীরা। 

তবে প্যারিস অলিম্পিককে সামনে রেখে অনিয়মিত অভিবাসীদের এমন অস্থায়ী শিবির তৈরির সুযোগ দিচ্ছেনা ফরাসি প্রশাসন। 

অভিবাসীরা জানিয়েছে, তারা বাসস্থান সংক্রান্ত সমস্যার সমাধান ছাড়া নগর ভবনের প্রাঙ্গন ছেড়ে যাবে না। কোন প্রকার তাঁবু ও ঘুমানোর জায়গা ছাড়াই তারা সেখানে রাত কাটিয়েছেন। 

পুলিশের বড় একটি টহল দল সোমবার রাত ১১টার দিকে ঘটনস্থলে এলেও পরে তারা স্থান ত্যাগ করেন। অভিবাসন সংস্থা ইতুপিয়া৫৬ এর সমন্বয়কারী নিকোলাই পজনের ইনফোমাইগ্রেন্টসকে বলেন, ‘‘শহরের ফুটপাথে বৃষ্টিতে তিরপলের নীচে তাদের প্রথম রাত যাপন শুরু হয়। পুলিশ এসে জানায়, লোকেরা এখানে তাঁবু স্থাপন না করে অবস্থান করতে পারবেন।”

ঘরের দাবিতে আন্দোলনরত নারীদের মধ্যে অনেকেই বৈধ শরণার্থী হলেও বেশিরভাগ মায়েরাই অনথিভুক্ত বা প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থী। 

ইতুপিয়া ৫৬-এর সমন্বয়কারী জোর দিয়ে বলেন, “এই কার্যক্রমের উদ্দেশ্য এই লোকেদের পরিস্থিতি দৃশ্যমান করা। এই পরিবারগুলো নিজেদের আর লুকিয়ে রাখতে চায় না। তারা ক্লান্ত! আমরা তাদের সাথে কেবল একটি সম্মানজনক বাসস্থানের অপেক্ষা করছি।”

বৃহত্তর প্যারিস অঞ্চলে আবাসনের দাবিতে আন্দোলনকারী অভিবাসীদের দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছে ইতুপিয়া৫৬সহ বেশ কিছু এনজিও এবং অভিবাসন সংস্থা। সোমবার থেকে আন্দোলন শুরু করা ব্যক্তিদের এর আগে একটি অভিবাসন সংস্থার সহায়তায় প্যারিসের ২০ তম অ্যারোন্ডিসমেন্টের একটি খোলা অভ্যর্থনা স্থানে রাখা হয়েছিল।

কিন্তু সোমবার সকালে ওই স্থানের মালিকের সাথে এনজিওর চুক্তি অনুযায়ী স্থানটি খালি করে দেওয়া হয়। 

প্যারিসের নগর ভবনের সামনে আন্দোলনের ঘটনা এটি প্রথম নয়। এর আগে বহুবার অভিবাসীরা এখানে তাঁবু তৈরি করে সরকারি আবাসন ব্যবস্থায় ঠাঁই পেয়েছিলেন। 

বেশ কয়েক মাস ধরে অধিকার সংস্থা এবং এনজিওগুলো প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমসকে সামনে রেখে সামাজিক পরিচ্ছন্নতা অভিযান বা অভিবাসী ক্যাম্প খালি করার নিন্দা জানিয়েছে। 

তাদের মতে, এই অভিযানে সমাজের সবচেয়ে দুর্বল লোকেদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যাদের পরিস্থিতি অনিশ্চিত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন