ওয়েব নিউজ |
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও শতভাগ স্বচ্ছতার সাথে প্রবাসী অধিকার পরিষদ,ফ্রান্স শাখার তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারিসের একটি রেস্টুরেন্টের হলরুমে এ ভোটগ্রহণ চলে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হায়দার হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন জহিরুল ইসলাম, সারোয়ার হোসেন,এনায়েত হোসেন, রুমান জান্নাত।সুষ্ঠুভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে শাহিন আহমেদ মন্ডল, সাধারণ সম্পাদক পদে আল আমিন আহমেদ রিপন ও সাংগঠনিক পদে নুরুল গণি নির্বাচিত হন।ফলাফল ঘোষণার পর কমিটির নবনির্বাচিত সভাপতি শাহীন আহমেদ মন্ডলের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে অনলাইনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা নুরুল হক নুর এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন।বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে জানান,প্রবাসী অধিকার সব সময প্রবাসের জনগনের বিভিন্ন দাবি আদায় করতে কাজ করে এবং ইতোমধ্যে বেশ কিছু দাবীর কার্যকর বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।