ওয়েব নিউজ |
সোমবার (৪ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক বাংলাদেশ । প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২০৭ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ২০৩ রান তুলতে পারে শান্ত-লিটনরা। এতে ৩ রানের জয় পায় লঙ্কানরা
শেষ বল পর্যন্ত লড়েছেন শান্তিবাহিনী । তবে বিধি ছিল বাম। চার বলে ১০ রান বাকি থাকতে জাকের আলীর উইকেটের পতন হলে খেলা ঘুরে যায়। তবে, জেতার দুর্দান্ত পণ নিয়ে সিংহের চোখে চোখ রেখে শেষ অবধি লড়েও হেরে গেল টাইগাররা ।
মাহমুদউল্লাহ-জাকেররা নিজেদের উজাড় করে দিলেও বল হাতে আগেই ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। যার খেসারত দিতে হয়েছে স্বাগতিকদের। বিশাল সংগ্রহের পিছু ছুটে বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ঘরের মাঠে লঙ্কানদের কাছে তিন রানে হারে বাংলাদেশ।
এতে ১-০ তে এগিয়ে গিয়েছে সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ২০ ওভারে ২০৬/৩ (ফার্নান্দো ৪, কুশল ৫৯, কামিন্দু ১৯, সামারাবিক্রমা ৬১* , আসালাঙ্কা ৪৪*; শরিফুল ৪-০-৪৯-১ , তাসকিন ৪-০-৪০-১, শেখ মেহেদি ৩-০-৩০-০, মুস্তাফিজ ৪-০-৪২-০ , রিশাদ ৪-০-৩২-১, সৌম্য ১-০-৮-০)।
বাংলাদেশ : ২০ ওভারে ২০৩/৮ (লিটন ০, সৌম্য ১২, শান্ত ২০, হৃদয় ৮, মাহমুদউল্লাহ ৫৪, জাকের ৬৮, মেহেদি ১৬, রিশাদ ০, তাসকিন ২*, শরিফুল ৪*; ম্যাথুস ৩-০-১৭-২, ফার্নান্দো ৪-০-৪১-২, থিকসানা ৪-০-৩২-১, শানাকা ৩-০-৩৬-২, ধনঞ্জয়া ২-০-১৯-০, পাথিরানা ৪-০-৫৬-১)
ফল : শ্রীলঙ্কা তিন রানে জয়ী