আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

রমজান মাসে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির

User Image
  শাহিদুল তন্ময়
প্রকাশিত - ১৯ মার্চ, ২০২৪   ০৯:৫৮ এএম
webnews24
ছবি: ওয়েব নিউজ
রায়হান কবির মারুফ, মিরপুর প্রতিনিধি

চলতি রমজান মাসে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন আলোচিত মাংস ব্যবসায়ী মো: উজ্জল । সোমবার  (১৮ মার্চ)  মিরপুর ১১ তে লালমাটিয়ায় উজ্জল  গোস্ত বিতানে ছাড়কৃত মূল্যে এ মাংস বিক্রি করতে দেখা যায়। 

এ সময় উজ্জল বলেন, ক্রেতাদের রমজানে ৫০০ টাকায় মাংস খাওয়াতে চেয়েছিলাম। কিন্তু গরুর দাম বেশি হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। তবে ৫৯৫ টাকা কেজি দরে মাংস বিক্রি করলেও লোকসান হবে না।

তিনি বলেন, ছাড়কৃত মূল্যে এই মাংস বিক্রি কার্যক্রম রোজা পর্যন্ত । একজন ক্রেতা নির্ধারিত মূল্যে সর্বোচ্চ ৫ কেজি মাংস কিনতে পারবেন।প্রতিদিন বড় বড় ১২ থেকে ১৩ তে গরু জবাই করা হয়। আর যদি কেউ অভিযোগ করে আমি সেটি সমাধানে চেষ্টা করি। যেদিন মাংস নেমে সেদিন আসলো নেব তারপরের দিন আসলেও আমি দেখে সেটি পরিবর্তন করব। আমি ১১ মাস মাংস বিক্রি করি আর একমাস মানব সেবার কাজ করি। বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৫০ টাকায়।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন