![]() |
ওয়েব নিউজ |
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখের অসুস্থতার কারণে কতিপয় একই ইউনিয়নের ইউপি সদস্য আবু মুসা তাঁর চেয়ারম্যান পদ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
একটি চক্র আগেও তাঁরা এই প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয় হয় বলে জানিয়েছে এলাকাবাসী। গত কিছুদিন আগে চেয়ারম্যান অসুস্থ থাকায় আবু মুসা চক্রটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ ছিলেন। বর্তমান চেয়ারম্যান চিকিৎসার পর সুস্থ হয়ে নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যাবলী তদারকিসহ অফিসিয়াল সকল কাজকর্ম নিজেই সম্পাদিত করছেন।
ইউনিয়নের জনসাধারণ তার কাজে সন্তুষ্ট রয়েছেন।এদিকে তার অসুস্থতার সুযোগ নিয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, ক্ষমতা নেওয়ার জন্য তারা তাকে গুরুতর অসুস্থ ও অক্ষম দেখিয়ে ইউনিয়নে পরিস্থিতি বিশৃংখলা তৈরি করে ০৬ নং ওয়ার্ড মেম্বার আবু মুসা। তাকে চেয়ারম্যান বানাতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ করেছেন তার সততা ও পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, এ আবেদন পেয়েছি বিষয়টি নিশ্চিতের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে, তিনি তদন্ত করে রিপোর্ট দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।