ওয়েব নিউজ |
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপ পৌঁছানোর চেষ্টারত অন্তত ৬০ অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে৷ ওই ঘটনায় জীবিত উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা এসওএস মেডিটেরানে৷
বৃহস্পতিবার উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং জানিয়েছে, বুধবার (১৩ মার্চ) ইঞ্জিন বিকল হয়ে কয়েকদিন ধরে সাগরে ভাসতে থাকা নৌকাটি থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে৷ সাগরে ভাসমান অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটির বিদ্যুৎসংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে৷
উদ্ধারকারী জাহাজটির নাবিকেরা আরো জানিয়েছেন, নৌকাটিতে মোট ৮৫ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে৷ সাগরে ভাসার তৃতীয় দিনের মাথায় নৌকায় থাকা ইঞ্জিনটি বিকল হয়ে যায়৷
আরো পড়ুন>> ভূমধ্যসাগরে দুই অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, বাংলাদেশিসহ উদ্ধার ৫৭
নৌকার আরোহীরা কয়েক দিন ধরে খাদ্য বা পানীয় ছাড়াই ভেসে ছিলেন বলেও জানিয়েছে এসওএস মেডিটেরানে৷ যারা মারা গেছেন তারা কীভাবে প্রাণ হারিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি৷ জানা যায়নি, উদ্ধার পাওয়া অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা৷
দুর্ঘটনাকবলিত নৌকাটি থেকে উদ্ধার পাওয়া যাত্রীরা জানিয়েছেন, তারা ৮ মার্চ লিবিয়ার জাউইয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন৷
ফ্রান্সের মার্সেই-ভিত্তিক সংস্থা এসওএস মেডিটেরানে জীবিত উদ্ধার করা যাত্রীদের বরাত দিয়ে আরো জানিয়েছে, ‘‘পথে অন্তত ৬০ জন মারা গেছেন, তাদের মধ্যে নারীসহ অন্তত একজন শিশু রয়েছে৷’’
এছাড়াও, বুধবার রাতে ভূমধ্যসাগর থেকে ১১৩ জন অভিবাসনপ্রত্যাশীকে এবং বৃহস্পতিবার আরো 88 জনকে জনাকীর্ণ একটি নৌকা থেকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং৷
সব মিলিয়ে ২২৪ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ইটালির আঙ্কোনা বন্দরের দিকে যাচ্ছে এসওএস মেডিটেরানের উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং৷ আঙ্কোনা ইটালির পূর্বাঞ্চলীয় বন্দর৷ ভূমধ্যসাগরের যেখানে ওশান ভাইকিং ছিল, সেখান থেকে বন্দরটির দূরত্ব এক হাজার ৪৫০ কিলোমিটার (৯০০ মাইল)৷
দাতব্য সংস্থাটি জানিয়েছে, কাছের কোনো বন্দর বরাদ্দ দেয়ার জন্য ইটালীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হলেও তারা সেই অনুরোধে সাড়া দেয়নি৷
এসওএস মেডিটেরানে ২০১৬ সাল থেকে ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান পরিচালনা করছে৷ এ পর্যন্ত ৩৯ হাজারেরও বেশি মানুষকে ভূমধ্যসাগরে বিপদসংকুল অবস্থা থেকে উদ্ধার করেছে সংস্থাটি৷
ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম৷
সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টারত অন্তত তিন হাজার ১০৫ মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন৷ চলতি বছর মৃতের সংখ্যা ২৭৮-এ পৌঁছেছে৷