আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ
উচ্চস্বরে জানান দিচ্ছে পরিসংখ্যান

মুশফিকের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা

User Image
  শাহিদুল তন্ময়
প্রকাশিত - ১৩ মার্চ, ২০২৪   ০৭:৩৮ এএম
webnews24
ছবিঃ সংগৃহীত
তাকি বিন মহসিন, ঢাকা

বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে অন্যতম দ্বৈরথের নাম বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ। ক্রিকেট ছাপিয়ে এই দ্বৈরথের কেন্দ্রবিন্দুতে রয়েছে উদযাপন দুটি নাগিন ডান্স ও টাইমড আউট। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ জিতে টাইমড আউট উদযাপনে আবার কাটা গায়ে নুনের ছিটা দিয়েছে লংকানরা। এত তর্ক বিতর্কের পরও যেখানে বাংলাদেশের হয়ে সবার সেরা একদিনের ক্রিকেটে ৯ টি শতকের মালিক মুশফিকুর রহিম। তাইতো পরিসংখ্যানও উচ্চস্বরে জানিয়ে দিচ্ছে শ্রীলঙ্কাই তাঁর প্রিয় প্রতিপক্ষ। 

শ্রীলঙ্কাকে পেলেই যার ব্যাট হয়ে ওঠে তলোয়ার তিনি টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ১০৭২ রান করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। যেখানে রয়েছে ২ টি শতরানের ইনিংসের পাশাপাশি ৩ টি অর্ধশত রানের ইনিংসও। নিজের ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ওয়ানডে ইনিংসও খেলেছেন লঙ্কানদেরই বিপক্ষে ২০১৮ সালের এশিয়া কাপে। 

টেস্টেও নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ ১৩৪২ রান করেছেন এই লংকানদের বিপক্ষে। মুশফিকের টেস্ট ক্যারিয়ারের ১০ সেঞ্চুরির সর্বোচ্চ ৩ টি এসেছে এই দলটার বিপক্ষে। সাথে রয়েছে ৭ ফিফটিও। টি-টোয়েন্টিতেও মুশফিকের সবচেয়ে বেশি রান ও ক্যারিয়ার সেরা ৭২ রানের অপরাজিত ইনিংসও লংকানদের বিপক্ষে। মুশফিকের ৭২ রানে অপরাজিত আরেকটি ইনিংস রয়েছে ভারতের বিপক্ষেও।

তাই নিশ্চিতভাবে শ্রীলঙ্কার সাথে চলমান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও বন্দরনগরী চট্টগ্রামের মাঠে মুশফিক চাইবেন তার ব্যাটটা থাকুক তলোয়ারের পরিচয়েই। পুরো ক্যারিয়ারেজুড়ে মুশফিককে অসংখ্যবার এ প্রশ্নটি শুনতে হয়েছে যে- শ্রীলঙ্কা আসলে তাঁর কতটা প্রিয় প্রতিপক্ষ! উত্তরে তিনি একাধিকবার বলেছেন, ‘টেস্টে শ্রীলঙ্কা আমাদের সবচেয়ে বেশি চাপে রেখেছে। সাঙ্গাকারা, জয়াবর্ধনে, দিলশান যখন ছিল, তখন তারা তিন-চারবার ডাবল সেঞ্চুরি করেছে আমাদের সঙ্গেই। ট্রিপল সেঞ্চুরিও আছে। তখন কিপিং করায় বুঝেছি কতটা কষ্ট প্রতিপক্ষের এই ব্যাটিং দেখা।’ সুযোগ পেলেই শ্রীলঙ্কাকে সেই কষ্টটাই মনে করিয়ে দিতে চান মুশি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন