ওয়েব নিউজ |
ফ্রান্সের কালে উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে একজন নিহত এবং দুই জন নিখোঁজের ঘটনায় তিন ইরিত্রিয়ান অভিবাসীকে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ৷ বুলন-সুর-মের অঞ্চলের ডেপুটি প্রসিকিউটির প্যাট্রিক লেলিউ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন৷
ছোটো নৌকায় অনিয়মিত পথে ব্রিটেনে পৌঁছাতে গিয়ে ডুবে যায় অভিবাসীবাহী নৌকাটি৷ ঘটনাস্থল থেকে ৫৬ জনকে জীবিত উদ্ধার করা হয়৷
ডেপুটি প্রসিকিউটির প্যাট্রিক লেলিউ জানান, ২৪, ২৫ এবং ২৮ বছর বয়সি ওই তিন ব্যক্তিকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটক করা হয়েছে৷ নৌকাডুবিতে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি৷ সন্ধান মেলেনি সমুদ্রে নিখোঁজ দুই ব্যক্তির৷
তিনি শুক্রবার (১ মার্চ) ইনফোমাইগ্রেন্টসকে বলেন, "আটককৃত অভিবাসী ডুবে যাওয়া নৌকাটিতে ছিলেন। তাদের জীবিত উদ্ধার করা হয়েছিল।"
এর আগে চ্যানেল ও উত্তর সাগর সংশ্লিষ্ট মেরিটাইম প্রেফেকচুর (প্রেমার) জানিয়েছিল, ঝুঁকিতে পড়া নৌকাটি বুধবার দুপুরের দিকে ফরাসি উপকূল থেকে যাত্রা করেছিল৷ কিন্তু যাত্রার পর এক পর্যায়ে নৌকাটি ঝুঁকিপূর্ণ অবস্থার শিকার হলে, জরুরি পরিষেবার কাছে সাহায্য চেয়ে অনুরোধ জানানো হয়৷
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ৷ ঘটনাস্থল থেকে ৫৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়৷ অভিযানের সময় পানিতে পড়ে তিন জন নিখোঁজ হওয়ার কথা জানায় আরোহীরা৷ পরে হেলিকপ্টারের সহায়তায় অনুসন্ধান চালিয়ে একজনকে অচেতন অবস্থায় খুঁজে বের করে ফরাসি উদ্ধারকর্মীরা৷
আটক তিন ব্যক্তিকে চারদিন পর্যন্ত পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হতে পারে বলে জানা গেছে৷
অভিবাসীদের মৃত্যুতে পরোক্ষ ভূমিকা এবং বেআইনি প্রবেশ ও অবস্থানে সহায়তা এবং মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকা সন্দেহে একটি বিচারিক তদন্ত খোলা হয়েছে৷
অনিয়মিত অভিবাসন রোধের দায়িত্বে থাকা ফরাসি কার্যালয় (অল্টিম) এবং মেরিটাইম জেন্ডারমেরি যৌথভাবে এই মামলার তদন্ত করছে৷
প্রেমারের মতে, চ্যানেল পাড়ি দিতে গিয়ে ২০২৩ সালে ১২ জন অভিবাসী প্রাণ হারিয়েছিলেন৷ কয়েক বছর ধরে ফ্রান্স এবং যুক্তরাজ্য অনিয়মিত চ্যানেল পারাপার ঠেকাতে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করেছে৷ ২০২৩ সালের মার্চে দুই দেশ এ সংক্রান্ত আরো একটি চুক্তিতে সই করে৷
ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর, ২৯ হাজার ৪৩৭ জন অনিয়মিত অভিবাসী অনিয়মিতভাবে ইংলিশ উপকূলে পৌঁছেছিল৷ ২০২২ সালে এ সংখ্যাটি ছিল ৪৫ হাজার ৭৭৪৷
ইউরোপের আন্তঃদেশীয় সংগঠন ইউরোজাস্ট ও ইউরোপোল চলতি মাসে জানিয়েছে, বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানির আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারিক কর্তৃপক্ষদের সমন্বয়ে বড় আকারের অভিযান চালিয়ে ইংলিশ চ্যানেল দিয়ে মানবপাচারকারী একটি বড় চক্রকে ভেঙে দেওয়া হয়েছে৷ অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে৷