আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ফ্রান্সের উত্তর উপকূলে নৌকাডুবি: আটক ৩

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ০১ মার্চ, ২০২৪   ০৯:৪৯ পিএম
webnews24
(ফাইল ছবি) ইলিংশ চ্যানেলের ফরাসি উপকূলে একটি উদ্ধার অভিযান।
আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের কালে উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে একজন নিহত এবং দুই জন নিখোঁজের ঘটনায় তিন ইরিত্রিয়ান অভিবাসীকে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ৷ বুলন-সুর-মের অঞ্চলের ডেপুটি প্রসিকিউটির প্যাট্রিক লেলিউ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন৷

ছোটো নৌকায় অনিয়মিত পথে ব্রিটেনে পৌঁছাতে গিয়ে ডুবে যায় অভিবাসীবাহী নৌকাটি৷ ঘটনাস্থল থেকে ৫৬ জনকে জীবিত উদ্ধার করা হয়৷

ডেপুটি প্রসিকিউটির প্যাট্রিক লেলিউ জানান, ২৪, ২৫ এবং ২৮ বছর বয়সি ওই তিন ব্যক্তিকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটক করা হয়েছে৷ নৌকাডুবিতে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি৷ সন্ধান মেলেনি সমুদ্রে নিখোঁজ দুই ব্যক্তির৷

তিনি শুক্রবার (১ মার্চ) ইনফোমাইগ্রেন্টসকে বলেন, "আটককৃত অভিবাসী ডুবে যাওয়া নৌকাটিতে ছিলেন। তাদের জীবিত উদ্ধার করা হয়েছিল।"

এর আগে চ্যানেল ও উত্তর সাগর সংশ্লিষ্ট মেরিটাইম প্রেফেকচুর (প্রেমার) জানিয়েছিল, ঝুঁকিতে পড়া নৌকাটি বুধবার দুপুরের দিকে ফরাসি উপকূল থেকে যাত্রা করেছিল৷ কিন্তু যাত্রার পর এক পর্যায়ে নৌকাটি ঝুঁকিপূর্ণ অবস্থার শিকার হলে, জরুরি পরিষেবার কাছে সাহায্য চেয়ে অনুরোধ জানানো হয়৷

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ৷ ঘটনাস্থল থেকে ৫৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়৷ অভিযানের সময় পানিতে পড়ে তিন জন নিখোঁজ হওয়ার কথা জানায় আরোহীরা৷ পরে হেলিকপ্টারের সহায়তায় অনুসন্ধান চালিয়ে একজনকে অচেতন অবস্থায় খুঁজে বের করে ফরাসি উদ্ধারকর্মীরা৷

আটক তিন ব্যক্তিকে চারদিন পর্যন্ত পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হতে পারে বলে জানা গেছে৷

অভিবাসীদের মৃত্যুতে পরোক্ষ ভূমিকা এবং বেআইনি প্রবেশ ও অবস্থানে সহায়তা এবং মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকা সন্দেহে একটি বিচারিক তদন্ত খোলা হয়েছে৷

অনিয়মিত অভিবাসন রোধের দায়িত্বে থাকা ফরাসি কার্যালয় (অল্টিম) এবং মেরিটাইম জেন্ডারমেরি যৌথভাবে এই মামলার তদন্ত করছে৷

প্রেমারের মতে, চ্যানেল পাড়ি দিতে গিয়ে ২০২৩ সালে ১২ জন অভিবাসী প্রাণ হারিয়েছিলেন৷ কয়েক বছর ধরে ফ্রান্স এবং যুক্তরাজ্য অনিয়মিত চ্যানেল পারাপার ঠেকাতে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করেছে৷ ২০২৩ সালের মার্চে দুই দেশ এ সংক্রান্ত আরো একটি চুক্তিতে সই করে৷

ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর, ২৯ হাজার ৪৩৭ জন অনিয়মিত অভিবাসী অনিয়মিতভাবে ইংলিশ উপকূলে পৌঁছেছিল৷ ২০২২ সালে এ সংখ্যাটি ছিল ৪৫ হাজার ৭৭৪৷ 

ইউরোপের আন্তঃদেশীয় সংগঠন ইউরোজাস্ট ও ইউরোপোল চলতি মাসে জানিয়েছে, বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানির আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারিক কর্তৃপক্ষদের সমন্বয়ে বড় আকারের অভিযান চালিয়ে ইংলিশ চ্যানেল দিয়ে মানবপাচারকারী একটি বড় চক্রকে ভেঙে দেওয়া হয়েছে৷ অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে৷

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন