![]() |
ওয়েব নিউজ |
প্যারিসের উপকণ্ঠে লে বুর্জে-তে আজ মঙ্গলবার ১৮, জুন ২০২৫ শুরু হয়েছে বিশ্বখ্যাত "Paris Air Show 2025", যা আন্তর্জাতিক বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তির সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রদর্শনী হিসেবে বিবেচিত। প্রতিবারের মতো এবারও অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় বিমান নির্মাতা, প্রতিরক্ষা প্রতিষ্ঠান এবং মহাকাশ গবেষণা সংস্থাগুলো।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর উপস্থিতিতে প্রদর্শিত হয় আধুনিক যুদ্ধবিমান Dassault Rafale, মার্কিন F-35, এবং সর্বাধুনিক ড্রোন ও হেলিকপ্টার। এছাড়াও বেসামরিক বিমান সংস্থাগুলোর পক্ষ থেকে Airbus A321XLR, Boeing 777X সহ একাধিক পরিবেশবান্ধব ও জ্বালানি-সাশ্রয়ী মডেল উপস্থাপন করা হয়।
এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে প্রায় ৫০টি দেশের ২,৫০০ এর বেশি সংস্থা, যেখানে প্রদর্শন হচ্ছে ১৫০টিরও বেশি বিমান। প্রতিরক্ষা প্রযুক্তির পাশাপাশি বাণিজ্যিক ও টেকসই উড়োজাহাজ প্রযুক্তিতে নজর দিচ্ছে অংশগ্রহণকারীরা।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং AI চালিত যুদ্ধ সরঞ্জামের প্রদর্শনী। এছাড়া, ভারতের HAL এবং বাংলাদেশের বেসরকারি এভিয়েশন সংস্থা থেকে প্রতিনিধি দল উপস্থিত হয়েছে বলে জানা গেছে।
প্রদর্শনী চলবে আগামী ২৩ জুন পর্যন্ত, এবং এর মধ্যে নির্দিষ্ট দিনগুলোতে সাধারণ দর্শনার্থীদের জন্যও উন্মুক্ত রাখা হবে।
বিশ্লেষকদের মতে, এই প্রদর্শনী শুধু প্রযুক্তির অগ্রগতিই নয়, প্রতিরক্ষা কূটনীতির ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে।