![]() |
ওয়েব নিউজ |
ভাষা আন্দোলনের চেতনাকে বিশ্বদরবারে পৌঁছে দিতে, ভালোবাসা আর আত্মমর্যাদার প্রতীক হিসেবে প্যারিসে নির্মিত হয়েছে একটি স্থায়ী শহীদ মিনার। এই অনন্য উদ্যোগের পেছনে রয়েছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, নিরলস প্রচেষ্টা এবং এক দূরদর্শী মানুষ—সরুফ সদিওল–এর অদম্য নেতৃত্ব।
স্বপ্নের বীজ বপনের শুরুটা ২০২০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে ফ্রান্সের ঐতিহাসিক রিপাবলিক স্কোয়ার–এ সে বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে অনুষ্ঠিত হয় এক স্মরণীয় অনুষ্ঠান। সাংবাদিক রুহুল আমিনের আহ্বানে সেই আয়োজনে যোগ দেন সরুফ সদিওল ও তার ঘনিষ্ঠ বন্ধু, সেন্ট ডেনিসের বর্তমান মেয়র। অনুষ্ঠান শেষে সরুফের মনে গেঁথে যায় এক প্রশ্ন—
“প্যারিসে কি একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ সম্ভব?” কয়েকদিনের মধ্যেই আসে সেই ঐতিহাসিক টেলিফোন কল। ফ্রান্সের সুপরিচিত বাংলাদেশি মুখ এমডি নুর ফোনে সরুফকে অনুরোধ করেন—“আপনার দ্বারাই এটা সম্ভব। আপনি উদ্যোগ নিন।” এই কথায় নতুন করে অনুপ্রাণিত হন সরুফ সদিওল। শুরু হয় ইতিহাস গড়ার পরিকল্পনা।
২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি স্থানীয় মেয়রের সাথে বৈঠকে বসেন এবং ফেব্রুয়ারির রিপাবলিক চত্বরের ছবিগুলো তুলে ধরেন। মেয়র তখনই সদর্থক সাড়া দিয়ে বলেন, “প্রস্তুতি শুরু করো, প্রয়োজনীয় অনুমোদন আমি দিয়ে দেব।”
পরবর্তী পর্যায়ে, ২০২১ সালে সরুফ সদিওল আনুষ্ঠানিকভাবে প্যারিসের মিউনিসিপাল মেয়র অফিসে শহীদ মিনার নির্মাণের জন্য আবেদন দাখিল করেন। তার এই প্রস্তাবটি স্থানীয় প্রশাসনের কাছে গুরুত্ব সহকারে বিবেচিত হয় এবং কিছুদিনের মধ্যেই প্রকল্পটির প্রাথমিক অনুমোদন প্রদান করা হয়।
এরপর, সরুফ সদিওল নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসে সাক্ষাৎ করেন তৎকালীন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের সঙ্গে। তারা প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও প্রস্তাবনার বিস্তারিত উপস্থাপন করেন।
রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ অত্যন্ত আন্তরিকতা ও উৎসাহের সঙ্গে এই উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রকল্পটির অনুমোদনের জন্য একটি লিখিত সম্মতিপত্র প্রদান করেন। তাঁর এই আন্তরিকতায় শহীদ মিনার নির্মাণের পথ আরও সুগম হয়।
এরপর শুরু হয় নকশা তৈরির কাজ ও স্থান নির্ধারণ এবং ধারাবাহিক বৈঠক। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পরিচিত মুখ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ একত্রিত হন মিনারটির বাস্তবায়ন নিয়ে। সম্মিলিত প্রচেষ্টায়, নানা বাধা-বিপত্তি অতিক্রম করে, অবশেষে ২০২৩ সালের ৮ই অক্টোবর প্যারিসের সেন্ট ডেনিস স্থায়ী শহীদ মিনারটির শুভ উদ্বোধন হয়।
প্রকল্পটির প্রধান উপদেষ্টা ছিলেন কাজী এনায়েতুল্লাহ ইনু, আর ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন কমিউনিটির সুপরিচিত মুখ এটিএম রেজা। আরও অনেক প্রবাসী বাংলাদেশির নিষ্ঠা, শ্রম ও ভালোবাসার ফলেই এই স্বপ্ন বাস্তব রূপ পায়।
২০২৪ সাল থেকে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি দিনটি প্যারিসে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি ফরাসি নাগরিকরাও পালন করে আসছেন গভীর শ্রদ্ধায়। শহীদ মিনারটি এখন প্যারিসে বাংলা ভাষার গৌরবময় ইতিহাসের এক অমূল্য নিদর্শন।