আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

প্যারিসে সাংবাদিকের বন্যা, প্রবাসী যেন বিলুপ্ত প্রাণী!

প্রকাশিত - ০৬ এপ্রিল, ২০২৫   ১০:২৮ পিএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
বদরুল বিন আফরোজ , প্যারিস, ফ্রান্স

প্যারিস, – শহরটি যেন সাংবাদিক উৎপাদনের নতুন হাব। যেখানে ঢাকার গুলিস্তানের গলিতে মোবাইল শো-রুম, প্যারিসের অলিতে গলিতে সাংবাদিক সংগঠন। কেউ কানে মাইক্রোফোন ঝুলালেই ঘোষণা করেন, "আমি সাংবাদিক, এবং হ্যাঁ, আমার একটা সংগঠন আছে—আমিই সভাপতি, আর বাকি দুইজন সাধারণ সদস্য, মানে ফলোয়ার!" 

যে হারে এখানে সাংবাদিক সংগঠন গজাচ্ছে, আগামী নির্বাচনে হয়তো ফ্রান্সেও প্রেস ক্লাব ভিত্তিক ইউনিয়ন কাউন্সিল নির্বাচন শুরু হবে। তবে দল-মত-নেতা-ভাই সব ঠিক থাকলেও নীতি, আদর্শ আর পেশাদারিত্ব—এই তিনটি শব্দ এখন কেবল অভিধানে টিকে আছে।

যেখানে অন্য দেশের প্রবাসীরা কাজ আর অবদানের গর্বে দেশকে আলোকিত করেন, সেখানে প্যারিসের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংবাদিকতা এখন এক অভিনব ‘খেলা’। হ্যাঁ, খেলা—যেখানে মূল প্রতিযোগিতা কে কত দ্রুত সংগঠন বানাতে পারে, কে কত বড় নেতা হতে পারে, আর কে কতটা তেল দিতে পারে।

সংগঠনের হুমড়ি খাওয়া: তিনজনে সংগঠন, একজনেই প্রেসিডেন্ট! প্যারিসে সাংবাদিকদের হার এখন এমন পর্যায়ে, যেখানে সাধারণ প্রবাসীর সংখ্যা সাংবাদিকদের তুলনায় কমে এসেছে। ঢাকার রাজনৈতিক ও জেলাভিত্তিক সংগঠনগুলোর তুলনায় প্যারিসে সাংবাদিক সংগঠন চার গুণ বেশি—হ্যাঁ, ভুল পড়েননি, চার গুণ!

"দুইজন মিললে সংগঠন, তিনজন হলে ফেডারেশন, আর একজন থাকলেও প্রেস ক্লাব খুলে ফেলেন,"—এটাই যেন এখনকার ট্রেন্ড প্যারিস। তাদের দল ভারী করার জন্য কৌশলটা প্রশংসনীয় সোজা: সাধারণ প্রবাসীদের ধরে ধরে বলা হয়, "ভাই আপনি এখন থেকে সাংবাদিক, এই নিন কার্ড। কাল একটা ছবি তুলে রিপোর্ট লিখে দিয়েন!"

সংগঠন মানেই প্রতিপক্ষ গালি প্রকল্প! দুইটি আলাদা সংগঠনের সাংবাদিক যদি কোনো অনুষ্ঠানে একসাথে পড়েন, তাহলে সে দৃশ্য আক্ষরিক অর্থে ‘আসমান থেকে চাঁদ পড়ার’ মতো বিরল ঘটনা। দেখা হলেই শুরু হয় পরস্পরকে নিয়ে বিদ্রূপ, কটাক্ষ, আর গোপনে গালির আদান-প্রদান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী  বলেন,"ওরা তো কেবল তেল দিয়া নেতা বানায়।" আরেকজন বলেন, "আমরাও তাই করি, কিন্তু আমাদের তেল একটু উন্নত মানের!"

নীতি আদর্শ? ওটা খেয়ে ফেলেছে ফ্রেঞ্চ ব্যাগুয়েট! সাংবাদিকতার নীতি, আদর্শ বা পেশাদারিত্ব—এসব শব্দ এখন কেবল ডিকশনারির পাতায়। তেলবাজি, ছবি তোলা, ফেসবুকে স্ট্যাটাস আর প্রোগ্রামে বড় গলার বক্তৃতাই এখন সাংবাদিকতার প্রধান উপাদান। অনুষ্ঠানে প্রশ্ন করতে আসেন না কেউ। বরং প্রশ্নকর্তা যেন বেমানান—যেন কাঁটা দিয়ে পায়েস খাওয়ার চেষ্টা!

প্যারিস সাংবাদিকতা: এক আধুনিক প্রবাসী নাট্যকলার মঞ্চ! প্যারিসে এখন সাংবাদিকতা একরকম "ড্রামা সিরিজ"—নিয়মিত পর্ব চলে, যেখানে: কেউ নতুন সংগঠন খুলে ফেলে, কেউ পুরাতন সংগঠন থেকে বের হয়ে ঘোষণা দেন, “আমি নতুন পথের পথিক”, আবার কেউ প্রেস কার্ড ছাপিয়ে বিয়ে বাড়িতে রিপোর্ট করতে চলে যান।

সাধারণ প্রবাসী জনগণ এক বাক্যে বলেন,“এইসব সাংবাদিকতা দেখে হাসি চাপতে পারি না ভাই! সাংবাদিক মানে এখন ফটোশুট আর ফেক নিউজ!"

প্যারিসের সাংবাদিক সমাজের এই চিত্র যেন এক প্রবাসী কমেডি নাটকের দৃশ্য। সত্যিকার অর্থে যারা সাংবাদিকতা করতে এসেছেন, তাদের জন্য বেদনার হলেও—বাকি সবার কাছে এটি নিছক এক প্রহসন। "সংগঠন খেলি, নেতা হই, তেল দিই"—এই ফর্মুলা এখন প্যারিস সাংবাদিকতার নিউ নরমাল।

প্যারিস বাংলাদেশ দূতাবাস প্রবাসী
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
চেয়ারসিংহাসনে' অটল অবস্থান