আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

পাহাড় ধসে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ, আটকা পড়েছে ১২০ পর্যটক

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ২৮ মে, ২০২৪   ১২:৩২ পিএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি

ভারী বৃষ্টি পাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কে ১০ টি স্থানে পাহাড় ধসে সকাল থেকে বাঘাইছড়ির সাথে সকল যানচলাচল বন্ধ রয়েছে। 

পাহাড় ধসের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া না গেলেও সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

এদিকে সাজেকের মাচালং ও বাঘাইহাট বাজার তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছে ১২০ জন পর্যটক। এদিকে এক টানা ভারী বৃষ্টিপাতের ফলে কাচালং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাঘাইছড়ির নিচু অঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি, স্কুল এবং মাছের পুকুর। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড় ধস ও নিচু অঞ্চল প্লাবিত হয়েছে সড়ক জনপদ বিভাগ ও উপজেলা প্রশাসন সমন্বয়ের মাধ্যমে সড়কের মাটি সরানোর কাজ শুরু করা হবে।

বৃষ্টির জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে। এরইমধ্যে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল পাহাড় ধসে ক্ষতি গ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এসময় তিনি স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলে জানিয়েছেন সড়কের সব মাটি সরাতে অনেক সময়ের প্রয়োজন পুরো মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করতে আনুমানিক দুইদিন লেগে যাবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে?