ওয়েব নিউজ |
ইউরোপের দেশ জার্মানি থেকে অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠানোর সংখ্যা বাড়ছে৷ বার্তা সংস্থা ইপিডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়৷
স্থানীয় সংবাদপত্র নয়ে ওসনাব্র্যুকার সাইটুং-এর বরাত দিয়ে ইপিডি জানায়, চলতি বছর মার্চ পর্যন্ত সময়ে অর্থাৎ প্রথম তিন মাসে মোট চার হাজার ৭৯১ জন আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠিয়েছে জার্মান সরকার৷
চলতি বছর জার্মানি থেকে অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠানোর এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় এক তৃতীয়াংশ বেশি৷ সংবাদ সংস্থাটি জানায়, গত বছর অর্থাৎ ২০২৩ সালের প্রথম তিন মাসে মোট তিন হাজার ৫৬৬ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছিল জার্মানি৷
অবশ্য ফেরত পাঠানোর বিষয়ে জার্মান সংসদের বাম রাজনীতিবিদেরা উস্মা প্রকাশ করেছেন৷ সংসদ সদস্য ক্লারা ন্যুংগারের মন্তব্য, ‘জার্মান সরকার প্রত্যাবাসনের বাতিকে ভুগছে৷’
নয়ে ওসনাব্র্যুকার সাইটুংকে এই রাজনীতিবিদ বলেন, ‘‘মনে হচ্ছে কর্তৃপক্ষের নৈতিক বাধা হারিয়ে যাচ্ছে৷’’
জানা গেছে, দেশে ফেরত পাঠানোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে উত্তর মেসিডোনিয়া৷ দেশটির মোট ৪৮৩জন নাগরিককে উল্লেখিত সময়ে ফেরত পাঠানো হয়েছে৷ দ্বিতীয় অবস্থা্নে তুরস্ক৷ উল্লেখিত সময়ে মোট ৪৪৯জন সে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে৷ তাছাড়া তৃতীয় অবস্থানে জর্জিয়া, ৪১৬ জন, চতুর্থ অবস্থানে আফগানিস্তান, ৩৪৫ জন এবং পঞ্চম স্থানে সার্বিয়া ৩১২ জন৷
তবে সবসময়ই যে সরকার প্রত্যাবাসন করতে সমর্থ হচ্ছে বিষয়টি এমন নয়৷ খবরে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসে সরকার পরিকল্পনায় থাকা ৭ হাজার ৪৮ জনকে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে৷
এদের অধিকাংশকেই তাদের ঠিকানায় পাওয়া যায়নি৷ তাছাড়া ফ্লাইট বাতিল এবং বিরল রোগে আক্রান্ত হওয়ার কারণেও অনেককে ফেরত পাঠানোর পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে জানানো হয়৷