আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

রাঙ্গামাটির পাহাড় ধসে বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ০৩ মে, ২০২৪   ১২:০৪ পিএম
webnews24
রাঙ্গামাটির পাহাড় ধসে বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ || ছবি: || ওয়েব নিউজ
মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড় ধসে সারাদেশের সাথে বাঘাইছড়ির যানচলাচল বন্ধ রয়েছে।গতকাল রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারিশ্যা দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের উপর ধসে পরে।

এই ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল থেকে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।সড়কের দুই পাশে আটকে পড়েছে বহু যানবাহন। পাহাড় ধসের সংবাদ পাওয়ার পরপরই ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন।

বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল খায়রুল আমিন পিএসসি, নিজেই মাটি সরানোর কাজ তদারকি করছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন,সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী ও সড়ক যোগাযোগ বিভাগের লোকজনকে মাটি সরানোর অনুরোধ করা হয়েছে,ইতোমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে।ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপদের লোকজনও রওনা হয়েছে।সেনাবাহিনী পৌছালে  ৩-৪ ঘন্টার মধ্যে যানচলাচল স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে তীব্র তাপদাহের পর গতকাল দুপুরে বাঘাইছড়িতে  হঠাৎ বজ্রসহ বৃষ্টি পাত শুরু হয়েছে বজ্রপাতে এখন পর্যন্ত দুই নারী নিহত ও সাতজন পুরুষ আহত হয়েছে, মারা গেছে ৩ টি গবাদিপশু। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে?