আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ফরিদপুর সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ১৬ এপ্রিল, ২০২৪   ১২:৫০ পিএম
webnews24
ছবি : সংগ্রহীত
অনলাইন ডেস্ক

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের কানাইপুর তেতুলতলায় আজ মঙ্গলবার সকালে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও চারজন। আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস মাগুরা যাচ্ছিলো। পথে ফরিদপুরের কানাইপুরের দিপনগর এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপভ্যানকে চাপা দেয় বাসটি। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপভ্যানটি। ঘটনাস্থলে ১১ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনজন মারা যান।

নিহতদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রাকান্দা গ্রামের ফরিদ মাস্টার, তার মেয়ে, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও সন্তানসহ পাঁচজন রয়েছেন। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন তারা।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, দুর্ঘটনায় নিহতদের স্বজনদের ৫ লাখ, আহতদের ৩ লাখ এবং মরদেহ দাফনের জন্য আরও ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে?