শাহিদুল তন্ময় |
শনিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর সেগুনবাগিচায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নিখিল বলেন, বিএনপির মূল উদ্দেশ্য শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করা। এজন্য তারা বাজারকে টার্গেট করে মিশনে নেমেছে। সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষকে কষ্ট দিচ্ছে বিএনপি। বিএনপির ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতীয় পণ্য বর্জনের মিশনের পেছনে বিএনপির গভীর দুরভিসন্ধি আছে। তারা জানে ভারতীয় পণ্য বাজারে না আসলে, বাজার আরও অস্থির হয়ে পড়বে। তখন মানুষের সমস্যা সৃষ্টি হবে। সরকারকে বেকায়দায় ফেলতে এই মিশনে নেমেছে বিএনপি ও তাদের দোসর জামায়াত।
যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ইতোমধ্যে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। যুবলীগের নেতা-কর্মীদের লক্ষ্য রাখতে হবে বঙ্গবন্ধু কন্যার নির্দেশনার প্রতি। তাছাড়া সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং যে কোনো ষড়যন্ত্র-অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা।