আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

আশুলিয়া মোবাইল চিন্তায় চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ৩০ মার্চ, ২০২৪   ০৫:২৮ পিএম
webnews24
আশুলিয়া মোবাইল চিন্তায় চক্রের সদস্য || ছবি: || ওয়েব নিউজ
মোঃমনির মন্ডল, সাভা

আশুলিয়ার নবীনগর এলাকা থেকে মোবাইল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। স্বপন নামের এক চোর নিজেই চুরি করেছেন অন্তত সাত হাজার মোবাইল। নিজের মুখে এ কথা স্বীকার করলেন তিনি। নেশার টাকা জোগাতে গত ১১ বছর ধরে এই অপকর্ম করে আসছেন স্বপন। আশুলিয়া থানার পুলিশের হাতে গ্রেপ্তারের পর এমন তথ্য পাওয়া যায়।স্বপনের সাথে এই চক্রের আরো পাঁচজন গ্রেপ্তার করা হয়।

শনিবার (৩০ মার্চ) দুপুরে গ্রেপ্তার আসামিদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানাধীন নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়।স্বপন এর আগেও একই অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো, মো. স্বপন (৩২) বরিশাল জেলার আগৈলঝারা থানার রতন মিয়ার ছেলে। আশুলিয়ার কুরগাঁও নতুন পাড়া এলাকায় ভাড়া থাকতেন। মো. আলী হোসেন (৪২), জাকির হোসেন (২৮), মওলা মোল্যা (৩৮), ইব্রাহীম হোসেন তমাল (৩২) ও মো. মাহফুজ (২৮)।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে নবীনগর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে স্বপনও ছিলেন। তার কাছ থেকে ২৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বপন একজন সক্রিয় মোবাইল চোরচক্রের সদস্য। স্বপন ও তার সহযোগীরা কৃত্রিম ভিড় তৈরি করে বা ঠেলাঠেলি করে বাসে ওঠার সময় যাত্রীদের পকেট থেকে মোবাইল চুরি করে নেন। মোবাইল হাতে নেওয়ার সাথে সাথে সঙ্গে থাকা অন্য সহযোগীর কাছে স্থানান্তর করে দেন। এতে তাৎক্ষণিক যাত্রীদের সন্দেহ হলে তাদের চেক করলেও মোবাইল খুঁজে পায় না।

এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, ‘মাদকের অভিযানে গিয়ে স্বপনকে গ্রেপ্তার করলেও সে মূলত মোবাইল চোরচক্রের সদস্য। তার দাবি, সে এ পর্যন্ত পাঁচ-সাত হাজার মোবাইল চুরি করেছে। নেশার টাকা জোগাড় করতে মোবাইল চুরি করে বিক্রি করত সে। আমরা স্বপনের সাথে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তার করতে চেষ্টা করছি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন