![]() |
ওয়েব নিউজ |
নানা আয়োজনে মধ্যেদিয়ে শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ঐতিহাসিক মাধপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা অর্পণ মধ্যেদিয়ে দিবসটি পালন করা হয়।
এ সময় জাতীয় পতাকার উত্তোলন, স্মৃতিচারণ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।এসময় মাধপুর স্মৃতি যাদু ঘরের সভাপতি সাজেদুল ইসলাম নিলুর সভাপতিত্বে স্মৃতি চারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরিফ, সদর উপজেলা আওয়ামী অর্থ বিষয়ক সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, মাধপুর মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর কমিটির সাধারণ আব্দুল বাসেদ, আমজাদ হোসেন, স্থানীয় সমাজসেবক শাহাবুদ্দিন, রফিকুল ইসলাম, আতিয়ার প্রমানিক, কিতাব আলী, সাইদার রহমান, দাপুনিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আ.লীগেে সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে ঈশ্বরদীর মাধপুরে পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে প্রথম সম্মুখযুদ্ধে শহীদ হন ১৭ জন মুক্তিযোদ্ধাসহ ৫০ জন নিরী।