![]() |
ওয়েব নিউজ |
১৪৪ জন অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর ইটালির দক্ষিণাঞ্চলের রেজ্জিও ক্যালাব্রিয়া বন্দরে নামিয়েছে জার্মান এনজিও সি-আই৷ এসব অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া এবং আফ্রিকার দেশ সোমালিয়ার নাগরিক৷
সংস্থাটি জানিয়েছে, রোববার তাদের উদ্ধারকারী জাহাজ সি-আই ফোর ভূমধ্যসাগরে আড়াই সপ্তাহের অভিযান শেষে সিসিলি ও ইটালির মূল ভূখণ্ডের মধ্যবর্তী প্রণালীর শহরটিতে পৌঁছেছে৷
সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, ভূমধ্যসাগর পেরিয়ে আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছানোর চেষ্টা করছিলেন অভিবাসনপ্রত্যাশীরা৷ সমুদ্রে বিপদসংকুল অবস্থা থেকে তাদের গত সপ্তাহে উদ্ধার করা হয়েছে৷
অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সিরিয়া ও সোমালিয়া ছাড়াও ১২টি দেশের নাগরিকেরা ছিলেন৷ ইটালি কর্তৃপক্ষ এখন এসব অভিবাসনপ্রত্যাশীদের যাচাইবাছাই করছেন৷ ইটালি কর্তৃপক্ষের একজন জানিয়েছেন, আশ্রয়প্রার্থীদের দেশটির বিভিন্ন অভ্যর্থনা কেন্দ্রে পাঠানো হবে৷
আরো পড়ুন>> ইটালি: অভিবাসনপ্রত্যাশীর ‘আত্মহত্যা
জার্মান এনজিওর উদ্ধারকারী জাহাজটিকে বন্দরে আটক করা হবে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি৷ যদিও আগের কিছু অভিযান শেষে জাহাজগুলো বন্দরে পৌঁছানোর পর সেগুলো আটক এবং জরিমানা করেছে ইটালি৷
ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান শেষে সি-আই ফোরকে অনেক দূরের অ্যাড্রিয়াটিক সাগরপাড়ের আঙ্কোনা শহরের বন্দরে যেতে বলা হয়েছিল৷ উদ্ধারকারী দলগুলো অভিযোগ করে আসছে দূরবর্তী বন্দর বরাদ্দ দেয়ার কারণে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজগুলোর অভিযান কঠিন হয়ে উঠছে৷
আরো পড়ুন>>ইটালি ঢাকা রুটে পূনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট
ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসা কয়েকটি সংস্থার মধ্যে সি-আই অন্যতম৷ গত কয়েক বছর ধরে তারা নিয়মিতভাবে দুর্দশাগ্রস্ত নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে আসছে৷