আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

২১৭ বার নিলেন করোনার টিকা

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ০৭ মার্চ, ২০২৪   ১২:১৬ এএম
webnews24
করোনার টিকা। ছবি : প্রতীকী
অনলাইন ডেস্ক

মহামারির ধাক্কা কাটলেও এখনও স্বাভাবিক হয়নি করোনার আতঙ্ক। বিভিন্ন দেশে করোনার টিকার আবির্ভাব হলেও এ নিয়ে ভীতি এখনও মানুষের মাঝে রয়ে গেছে। এমন সময় সামনে এসেছে এক বিচিত্র ঘটনা। ২১৭ বার করোনার টিকা নিয়েছেন এক ব্যক্তি। বুধবার (০৬ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মেডিকেলের পরামর্শ উপেক্ষা করে ওই ব্যক্তি নিজে এমন কাজ করেছেন। ৬২ বছর বয়সী ওই ব্যক্তি জার্মানির বাসিন্দা। তিনি মোট ২১৭ বার করোনার টিকা নিয়েছেন। আর অদ্ভুত এ ঘটনাটি বিশ্বখ্যাত ল্যানসেট ইকফেকশাস ডিজিজেস সাময়িকীতে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানের ওই ব্যক্তি করোনার টিকা নিজে ব্যক্তিগতভাবে কিনেছেন। এরপর তিনি তা নিজে শরীরে প্রয়োগ করেছেন। ২৯ মাসে তিনি ২১৭ বার এ টিকা নিয়েছেন। যদিও তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

ইউনিভার্সিটি অব এরলানজেন– নুরেমবার্গের গবেষকরা জানিয়েছেন, এতবার টিকা নেওয়ার পরও তার শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি। এজন্য তার কোনো প্রকার দুর্ভোগও পোহাতে হয়নি। তিনি পুরোপুরি সুস্থ আছেন।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ড. কিলিয়ান সোবার বলেন, আমরা পত্রিকা পড়ে ঘটনার বিষয়ে জানতে পারি। এরপর আমরা তার সঙ্গে যোগাযোগ করি। আমরা তাকে বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আগ্রহের সঙ্গে আমাদের ডাকে সাড়া দিয়েছেন।

গবেষকরা জানান, ওই ব্যক্তি নিজের রক্ত ও লালার নমুনা জমা দিয়েছেন। এ ছাড়া আগে থেকে হিমায়িত তার রক্তের নমুনাও পরীক্ষা করা হয়েছে। গত কয়েক বছরে তার কাছ থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়েছিল।

ড. কিলিয়ান বলেন, আমরা ওই ব্যক্তির কাছ থেকে নমুনা নিতে পেরেছিলাম। গবেষণা চলাকালে নিজের আগ্রহে তিনি করোনার টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা নিয়ে গবেষণার জন্য তার নমুনা ব্যবহার করা হয়েছে।

ম্যাগদেবুর্গ শহরের সরকারি কৌঁসুলি ওই ব্যক্তির কাছ থেকে টিকা নেওয়ার জন্য ব্যবহৃত ১৩০টি ইনজেকশন জব্দ করেছেন। তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতিসংক্রান্ত তদন্ত করছেন। তবে এতবার টিকা নেওয়ার আগে বা পরে কখনও ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন