আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ফ্রান্সে ৫ অনিয়মিত অভিবাসী কাবার বেন থেকে উদ্ধার

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৫   ০৮:২৬ পিএম
webnews24
ছবি : সংগ্রহীত
আন্তর্জাতিক ডেস্ক
বদরুল বিন আফরোজ 

উত্তর ফ্রান্সের সোম ডিপার্টমেন্টের বেহেন এলাকায় ট্রাকে করে লুকিয়ে উপকূলের দিকে যাওয়ার পথে পাঁচ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স পুলিশ।

৬ জানুয়ারি সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে বলে স্থানীয় সংবাদ মাধ্যম ইসি পিকার্দি। 

৬ জানুয়ারি ফ্রান্সের স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় এ২৮ নামক মোটরওয়ের পার্কিংয়ে অপেক্ষায় ছিল একটি ট্রাক। এ সময় টহলরত ফরাসি পুলিশের জন্দারমেরি শাখার সদস্যরা গাড়িটির গতিবিধি সন্দেহ হলে ভেতরে চেক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এক পর্যায়ে সেখানে থাকা চারজন প্রাপ্তবয়স্ক এবং একজন অভিভাকহীন অপ্রাপ্তবয়স্ককে উদ্ধার করা হয়। 

কাবার বেনটি উত্তর ফ্রান্সের আলোচিত কালে অঞ্চলের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি পুলিশের। রাতে অভিবাসীরা সমুদ্রপথে এবং ফেরির মাধ্যমে অনিয়মিত উপায়ে ফ্রান্স ও ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রচেষ্টা করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে আটক হওয়া ব্যক্তিরা ইরানের নাগরিক এবং তাদের বিরুদ্ধে ফরাসি অঞ্চল ত্যাগের আইনি নোটিশ প্রদান করা হয়েছে পুলিশ। 


২০২৪ সালে নৌকায় উত্তর ফ্রান্স উপকূল থেকে ব্রিটেনে পৌঁছাতে গিয়ে সমুদ্রে নিহত হয়েছেন অন্তত ৭৪ জন অভিবাসী যা ২০১৮ সালের পর থেকে ২০২৪ সালে সর্বোচ্চ। 

যুক্তরাজ্য সরকার ২ জানুয়ারি জানিয়েছে, সন্দেহভাজন মানবপাচারকারীরা ব্রিটেনের নতুন আইনের অধীনে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি করা হবে। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াই এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 


লন্ডন জানিয়েছে, সংগঠিত অভিবাসী পাচার নেটওয়ার্কগুলোকে ধ্বংস করতে সহায়তা করার জন্য সন্দেহভাজন ব্যক্তিদের ভ্রমণ, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

যুক্তরাজ্য সরকার
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
চেয়ারসিংহাসনে' অটল অবস্থান