ওয়েব নিউজ |
প্যারিসের অধ্যুষিত বাংলাদেশী প্রবাসীদের গণবসতি এলাকা ওভারভিলিয়ে রবিবার স্থানীয় সময় দুপুর ১২ টায় বাংলাদেশ কমিউনিটি মসজিদের খতিব হাফেজ সাইফ আহমেদের মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা শুরু হয়। এরপর দুপুর ১ টায় ববিনী সিটি কাউন্সিল এর মেয়র Abdel SADI এবং দুপুর ১ : ৩০ মিনিটে স্থানীয় ওভারভিলিয়ে সিটি কাউন্সিলের সহকারী মেয়র Sofienne KARROUMI পৃথক পৃথকভাবে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।
প্যারিস এই প্রথম কোন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানটি গতানুগতিক উদ্ভোধনী অনুষ্ঠানের থেকে একটু ব্যাতিক্রমিক আঙ্গিকে অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় দুপুর বারোটা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৮ ঘটিকা পর্যন্ত বৃহত্তর প্যারিস এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সংগঠন এবং কমিউনিটি ব্যক্তিগণ ক্রমান্বয়ে প্রত্যেকেই পৃথক পৃথকভাবে ফিতা কেটে উদ্বোধন করে অংশগ্রহণ করেন, এবং নিজ নিজ সংগঠনের প্রতিনিধিত্ব করে প্রতিষ্ঠানের উদ্বোধন কার্যক্রমে নিজেকে যুক্ত করেন।
লিগ্যাল এইড প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এককভাবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন না করে একাধিক সংগঠন এবং ব্যক্তিগণকে মূল্যায়ন দেয়ার জন্যই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন লিগ্যাল এইড এর প্রেসিডেন্ট এম এ আজাদ।
লিগ্যাল এইড ফ্রান্স প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০১২ সালে এরপর কিছুদিন বন্ধ থাকার পর আবারও প্যারিসের অধ্যুষিত এলাকা পন্তা এলাকায় ছোট্ট একটি অফিস নিয়ে শুরু হয় ২০২১ সালের অক্টোবর মাসে । এরপর প্রতিষ্ঠানটির কাজের গুণগত মান ভালো থাকায় খুব অল্প দিনে দেশি এবং বিদেশি মানুষের কাছে সুনাম অর্জন করে । দিন দিন প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা দখল করে ব্যাপক সাড়া ফেলেছে সব মহলে । দেখা যায় প্রতিষ্ঠানটি ছোট হওয়ায় প্রশাসনিক সার্ভিস নিতে আসা প্রবাসীরা দীর্ঘ ২-৩ ঘণ্টা অপেক্ষা করেও সার্ভিস নিচ্ছেন। দীর্ঘ সময় লাইনে থাকার পরেও সার্ভিস নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশী সহ বিদেশীরা।
সার্ভিস নিতে আসা প্রবাসীরা দীর্ঘ লাইনে যেন দাঁড়িয়ে থাকতে না হয় সেই দিকে বিবেচনা করে প্রতিষ্ঠানের পরিচালক এম এ আজাদ বিশাল বাজেটের প্রকল্প যা প্যারিসের সময়ের সবচেয়ে বড় প্রশাসনিক সার্ভিস ফার্ম ৫ মে রবিবার বাস্তবায়ন করে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। উদ্বোধনে আসা অতিথিসহ সাধারণ মানুষও এই প্রতিষ্ঠানের সুনাম এবং প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যেসকল সংগঠন উপস্থিত হয়ে ফিতা কেটে অংশগ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল,সরুফ ছদিওল,Conseil Municipale, Mairie de Seine Saint Denis,সেকানো বাংলাদেশ অ্যাসোসিয়েশন, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ),মনডিয়াল ট্রাভেলস ফ্রান্স, তফসীরুল কুরআন পরিষদ ফ্রান্স,গোলাপগঞ্জ উপজেলা ফ্রান্স প্রবাসীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদ যুবদল ফ্রান্স, বিকশিত নারী সংঘ,স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্স,গাজীপুর জেলা সমিতি ফ্রান্স, বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্স,ছাতক দোয়ারা জনকল্যাণ সমিতি ফ্রান্স,শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্স,গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব,ভয়েজ অব প্যারিস,গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থা ফ্রান্স, বাংলাদেশ প্রেস ক্লাব, প্যারিস বাংলাদেশ প্রেসক্লাব,ওয়েব নিউজ টেলিভিশন।
ছাড়াও কমিউনিটির প্রবীণ মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল হক কয়েছ, আব্দুল মালিক মানিক, মির্জা আবুল বাশার, আশরাফুল ইসলাম, আজহারুল হক মিন্টু, সালেহ আহমেদ চোধুরী, শহিদুর রহমান চৌধুরী, গৌছ উদ্দিন, শরফ উদ্দিন স্বপন, বিলাল উদ্দিন, আব্দুল হামিদ মৌলানা, হাজি কাওছার, আতিকুর রহমান। এ সময় প্রবাসী নবীন-প্রবীণ সকলেই দিনভর প্রতিষ্ঠানটি ভিজিট করেন এবং ডায়াসে এসে উনাদের অভিব্যক্তি ব্যক্ত করার মধ্য দিয়ে দিনভর অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর এবং প্রাণবন্ত, প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি টিম অতিথিদের আপ্যায়নের জন্য সর্বদা নিয়োজিত ছিলেন। এরপর রাত ৮ টায় আবারো মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।