![]() |
ওয়েব নিউজ |
কাজের চাপ দেওয়ায় গুণ্ডা ভাড়া করে বসকে রাস্তায় ফেলে পিটিয়েছেন এক যুবক ও তার সহকারীরা। ঘটনাটি ঘটেছে প্রতিবেশী ভারতের বেঙ্গালুরুতে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি বেসরকারি সংস্থার কর্মচারীর ওপর হামলার জন্য গত শুক্রবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তার দুই সহকর্মীও রয়েছেন যারা হামলার উদ্দেশ্যে গুণ্ডাদের ভাড়া করেছে বলে অভিযোগ।
হামলার শিকার ব্যক্তির নাম সুরেশ। তিনি একজন অডিটর। তার ওপর হামলার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, একদল গুণ্ডা কল্যাণ নগরের একটি রাস্তায় লোহার রড দিয়ে সুরেশকে মারধর করছে। পুরো ঘটনা একটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়েছে।
সুরেশের ওপর হামলাকারী দুই অভিযুক্তের নাম উমাশঙ্কর ও ভিনেশ। এক বছর আছে কোম্পানিতে অডিটর হিসেবে যোগ দেন সুরেশ। এরপর থেকেই ওই দুজনের ওপর কাজের চাপ দেওয়া শুরু করেন তিনি।
তিনি দুজনকে প্রতিদিন লেনদেন ক্লিয়ার করার জন্য চাপ দিতেন। এই কাজ আগে করতে কয়েকদিন লাগতো। কাজের চাপে অত্যন্ত বিরক্ত হয়েই সুরেশের ওপর হামলার জন্য গুণ্ডা ভাড়া করেছে বলে অভিযোগ।
তবে ভিডিওটি দেখে হতবাক হয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী বলেছেন, ‘বেঙ্গালুরুতে কি হচ্ছে? ব্যাপক দুর্নীতি শিকার জনগণ। এখন আবার প্রতিনিয়ত হামলা ও রোড রেজ হচ্ছে।’
আরেকজন লিখেছেন, ‘এটি দেখতেও বিরক্তিকর।’