ওয়েব নিউজ |
উৎসবমুখর ও মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে ‘সলিডারিটি আজি ফ্রান্স’ আয়োজিত “বাণিজ্য মেলা বা ঈদ বাজার ২০২৪”অনুষ্ঠিত হয়।
প্যারিসের প্রানকেন্দ্র রিপালিক চত্বরে তৃতীয়বারের মতো এবারও ৩১ মার্চ রবিবার অন্য বছর এর তুলনায় এবার বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করেছে ‘সলিডারিটি আজি ফ্রান্স (সাফ) সংগঠন। অনুষ্ঠানের প্রথম দিকে কিছুটা সময় বৃষ্টি থাকায় ক্রেতা এবং শ্রোতা দর্শনার্থী একটু কম থাকলেও বিকাল পাঁচটার পর থেকে আকাশ স্বাভাবিক হওয়ার পর জমজমাট হয়ে উঠে মেলার প্রাঙ্গন। এ সময় চলে ব্যাপক কেনাকাটা এ সময় বীড় ছিল ক্রেতা এবং দর্শনার্থীর ।
অনুষ্ঠানটি রাত আটটা পর্যন্ত সফলভাবে সম্পন্ন করতে পেরে সলিডারিটি আজির ফ্রান্স প্রেসিডেন্ট এন কে নয়ন এবং সাফ এর স্বেচ্ছাসেবক এবং সদস্যগণ অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল বোধ করেন। অনুষ্ঠানের শুরুতে সাফ এর প্রেসিডেন্ট এন কে নয়ন এবং বাঙালি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
মেলায় বিকাল সাড়ে পাঁচটায় প্যারিস ১৮ এর এম পি দাগনি আগুনি উপস্থিত হন । পরে মেলা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এরপর বাংলাদেশী জামদানি শাড়ি পড়ে বাংলাদেশীদের কৃষ্টি কালচারের প্রশংসা করেন এবং তিনি তার বক্তব্য শেষে বাংলায় বলেন ঈদ বাজার সফল হোক।
নারীরা যে চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ না থেকে আবহ বাংলার প্রচলিত শৃঙ্খল ভেঙে নিজের পরিবার এবং সমাজে অবদান রাখতে পারে এই মেলায় তার একটি বাস্তব উদাহরণ। মেলাকে ঘিরে প্রবাসের মাটিতে বাংলাদেশের একটা মিলনমেলায় পরিণত হয়েছিল এবং আগত দর্শনার্থীরা তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেলা সম্পর্কে।
অনুষ্ঠানের শুরুতে ‘সলিডারিটি আজি ফ্রান্স’এর প্রেসিডেন্ট অনুষ্ঠানে অংশনকারী সময় বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসি এডভোকেট আকাশ হেলাল ও প্যারিস ১৮ এর এমপি কে সঙ্গে নিয়ে প্রতিটি স্টল ঘুরে ঘুরে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া এবারের এই মেলায় বাংলাদেশী প্রতিষ্ঠানসহ বিদেশী প্রতিষ্ঠান ও অংশগ্রহণ করেছিল।বাণিজ্য মেলায় স্টল গুলো ছিল বিনামূল্যে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের এই মেলার প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের পোশাক ও শিল্প সংস্কৃতি বিদেশীদের কাছে পরিচয় করে দেওয়া এবং এ আয়োজনটা বিদেশিদের কাছে ছিল দৃষ্টিনন্দনীয় ও প্রশংসনীয়। এই বাণিজ্য মেলা বা ঈদ বাজারের মূল লক্ষনীয় বিষয় ছিল যে মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টলের কর্ণধার ছিলেন নারী উদ্যোক্তা।
তারা বলেন যে প্রবাসে বসবাস করার কারণে কর্মব্যস্ততার মধ্যে থেকে কখন ঈদ আসে এবং ঈদ যায় তা কখনো উপলব্ধি করতে পারেন না। এ মেলায় আসার ফলে ঈদের আগ মুহূর্তে একটা ঈদের আমেজ অনুভব করতে পেরে তার জন্য তারা ‘সলিডারিটি আজি ফ্রান্সকে’ কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানান।
মেলায় আগত দর্শনার্থী এসে ওয়ার্ল্ডের পরিচালক সাব্বির সহ বেশ কয়জন প্রবাসী বাংলাদেশীরা বলেন, মনে হয় না প্রবাসের মাটিতে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছি ।
পরিশেষে, এই মেলাটা সফল করার জন্য সলিডারিটি আজি ফ্রান্স এর সদস্যরা এবং স্বেচ্ছা সেবকরা অক্লান্ত পরিশ্রম করেন।সাফের প্রেসিডেন্ট ধন্যবাদ জানান সাফের সকল সদস্য ও স্বেচ্ছাসেবক বৃন্দকে।