ওয়েব নিউজ |
চলতি বছরের প্রথম তিন মাসে ইটালিতে গত বছরের একই সময়ের তুলনায় অভিবাসী আগমনের হার ৫০ শতাংশ কমেছে। ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আনসা জানিয়েছে, অভিবাসী আগমনের হার কমলেও বিপুল সংখ্যক অভিবাসী নিয়মিত সমুদ্রে দুর্ভোগ ও প্রাণহানির শিকার হচ্ছেন।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২২ মার্চের মধ্যে মোট নয় হাজার ৪৭৯ জন অভিবাসী ইটালিতে এসেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ কম। ২০২৩ সালে সংখ্যাটি ছিল রেকর্ড ২০ হাজার ৩৬৪ জন।
মন্ত্রণালয় আরো জানায়, চলতি বছর এ পর্যন্ত ৬৮৮ জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী ইটালিতে এসে পৌঁছেছেন। গত বছরের একই সময়ে সংখ্যাটি ছিল দুই হাজার।
সাম্প্রতিক দিনগুলোতে ভূমধ্যসাগরে অনুকূল আবহাওয়ার কারণে ইটালিতে অভিবাসী আগমনের হারে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে টিউনিশিয়ার স্ফ্যাক্স ও জারজিস এবং লিবিয়ার সাবরাথা ও তাজৌরা থেকে প্রায় এক হাজার বিদেশি নাগরিক ইটালীয় দ্বীপ ল্যাম্পেদুসায় এসে পৌঁছেছেন।
লাম্পেদুসা দ্বীপের হটস্পটে সাম্প্রতিক দিনগুলোতে এক হাজারেরও বেশি অভিবাসী একত্রে স্থান দেয়া হয়। পরবর্তীতে অবশ্য নিয়ম অনুযায়ী তাদেরকে ইটালির বিভিন্ন শহরে স্থানান্তর করা হয়।
অভিবাসন রুটের মধ্যে সবচেয়ে মারত্মক হিসাবে বিবেচনা করা হয় ভূমধ্যসাগরকে৷ উত্তর আফ্রিকার দেশ লিবিয়া ও টিউনিশিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের দক্ষিণে পৌঁছানোর চেষ্টা করেন৷
২০২৩ সালে এই পথে অন্তত তিন হাজার ১২৯ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে আইওএম৷ আর ২০১৭ সাল থেকে হিসাবে নিলে এই অভিবাসন রুটে ২০২৩ সালেই সর্বোচ্চ সংখ্যক অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন৷