আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

আল-আকসা নিষেধাজ্ঞার মধ্যেই ৫০ হাজার মুসল্লির তারাবি আদায়

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ২২ মার্চ, ২০২৪   ১১:০১ এএম
webnews24
ছবি: || অনলাইন থেকে
আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি নিষেধাজ্ঞার মধ্যেই অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে তারাবি নামাজ আদায় করেছেন প্রায় ৫০ হাজার ফিলিস্তিন মুসল্লি।  

বৃহস্পতিবার তারা মসজিদটিতে তারাবি নামাজ আদায় করেছেন বলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগ। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে তারা বলেছে, রমজান মাসের দ্বিতীয় শুক্রবারের আগের রাতে আল-আকসা মসজিদে প্রায় ৫০ হাজার মুসল্লি তারাবি নামাজে অংশ নিয়েছেন। 

ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি বাহিনী জেরুজালেমের ওল্ড সিটির আল-ওয়াদ স্ট্রিট বন্ধ করে দিয়েছে। মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিচ্ছে তারা। 

গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিমতীরেও হামলা বাড়িয়েছে ইসরাইল। পাশাপাশি  আল-আকসা মসজিদে ফিলিস্তিন মুসল্লিদের প্রবেশাধিকারও সীমাবদ্ধ করেছে তারা। 

আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিরা এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে দাবি করে। এখানে  প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের অবস্থান ছিল বলেও দাবি তাদের। 

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিল। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন