ওয়েব নিউজ |
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আলোচিত ফরাসি অধিকারকর্মী সেদ্রিক হেরোকে আবারো ইটালি সীমান্তে জিজ্ঞাসাবাদ করেছে ফরাসি আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় তার সাথে থাকা বেশ কয়েকজন অভিবাসীকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
গত সেপ্টেম্বরে ফ্রান্স-ইটালি সীমান্তের রোয়া উপত্যকায় অবস্থিত নিজ বাড়িতে ৩০ জনের মতো ধারণক্ষমতাসম্পন্ন একটি জরুরী আবাসনকেন্দ্র স্থাপন করেন আলোচিত অভিবাসী অধিকারকর্মী সেদ্রিক হেরো। তিনি স্থানীয় এনজিও এমাউস রোয়ার প্রতিষ্ঠাতা।
ইটালি সীমান্তে বুধবার পুলিশের নিরাপত্তার চেকের সময় তাকে অনিয়মিত অভিবাসনে সহায়তার দায়ে সাময়িক আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে জিজ্ঞসাবাদ করেছে ফরাসি কর্তৃপক্ষ।
সেদ্রিক হেরো তার এক্স অ্যাকাউন্টে লিখেন, তিনি তার সংস্থার কয়েকজন স্বেচ্ছাসেবক এবং অভিবাসীদের নিয়ে সীমান্ত এলাকায় হাঁটাহাঁটি করছিলেন।
তিনি আরো জানান, “আমাকে ফ্রান্সে বিদেশিদের অনিয়মিত চলাচলে সহায়তার অভিযোগে পুলিশ হেফাজতে রাখা হয়।”
ওই সময় তার এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) প্রকাশিত একটি ভিডিওতে তাকে হ্যান্ডকফ পরা অবস্থায় দেখা গেছে।
বুধবার সন্ধ্যায় স্থানীয় আল্পেস-মেরিটাইমস প্রেফেকচুর সেদ্রিক হেরোর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উল্লেখ করেছে, স্থানীয় টানেলের প্রস্থান পয়েন্টের পাশে নিরাপত্তা চেকের অংশ হিসেবে এটি করা হয়েছিল। তিনি গাড়ির নথি দেখাতে অস্বীকার করেলে পুলিশের জন্দারমেরি শাখা এক পর্যায়ে গাড়ি অচল করার সিদ্ধান্ত নিয়েছিল।
প্রেফেকচুরের মতে, গাড়িতে তার সাথে বেশ কয়েকজন অনিয়মিত অভিবাসী ছিলেন যাদেরকে আটক করে পরবর্তীতে প্রশাসনিক আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।
তবে অভিবাসন সংস্থা এমাউস রোয়ার দায়িত্বরত কর্মীরা দাবি করেন, আটক হওয়া ব্যক্তিরা তার ‘সঙ্গী’ যারা তার সাথে ইটালি সীমান্তে অবস্থিত কৃষি ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। তাদের একজন আফ্রিকার দেশ গাম্বিয়া এবং অন্যজন মৌরিতানীয় নাগরিক।
সংস্থাটি বার্তা সংস্থা এএফপিকে জানায়, এই দুই অভিবাসী দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন। তারা ইতিমধ্যে ফ্রান্সে নিয়মিত হতে তাদের প্রক্রিয়া শুরু করেছেন। তাদের মধ্যে একজন তার স্ত্রী এবং তাদের চার সন্তানসহ রোয়া কমিউনিটিতে বসবাস করেন।