আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ফ্রান্স থেকে আবারো ৭ বাংলাদেশি অভিবাসী ফেরত

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ১৯ মার্চ, ২০২৪   ১০:৫৯ পিএম
webnews24
ছবি: || অনলাইন থেকে
নিজেস্ব প্রতিবেদক

নিয়মিত কাগজপত্র ছাড়া ফ্রান্সে অবস্থানকারীদের ২০২৪ সালের জানুয়ারি থেকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। ফরাসি সরকারের এমন উদ্যোগের পর দেশটির বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। 

ফ্রান্স থেকে গত রবিবার নিয়মিত কাগজপত্রবিহীন অন্তত ৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, বিষয়টি ওয়েব নিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের দিরাই এলাকার একজন ফেরত যাওয়া বাংলাদেশী। তিনি বলেন এখনো প্রায় ১০০ বাংলাদেশি আটক রয়েছেন ডিটেনশন সেন্টারে। তিনি গত শুক্রবার একটি মেট্রো স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবারে ৭ জন বাংলাদেশী এবং ফ্রান্সের পাঁচজন পুলিশ ও দুজন মানবাধিকার কর্মী , একজন ডাক্তার বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌছা পর্যন্ত ছিলেন। 

অনিয়মিত অভিবাসীদের মূলত খাবার ডেলিভারি সময় কিংবা কাছে যাওয়া আসার সময় রেল স্টেশন বা রাস্তায় ইমিগ্রেশনের কাগজপত্র চেকের সময় বৈধ কাগজপত্র না দেখাতে পারলে আটক করা হচ্ছে। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের আটক করে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। 

ফেরত যাওয়া প্রবাসী বলেন ধরে নেওয়ার একদিন এরপর ফ্রান্স বাংলাদেশ দূতাবাসের কাছে আউট পাস চাওয়া হলে তারা বাংলাদেশে নিজ এলাকায় তদন্ত  করার জন্য একদিন সময় নেওয়া হয়। তদন্তের এক দিন পর তারা আউট পাস দিয়ে দেয় । তিনি আরো বলেন দেশে ফিরত আশা যে ৭ জন বাংলাদেশী ছিলাম আমরা সবাই বিএনপি দল সমর্থন কিংবা রাজনীতির সাথে জড়িত, আর তাদেরকেই দূতাবাস থেকে আউট পাস দেওয়া হয়েছে। 

ফ্রান্সের বর্তমান পরিস্থিতি অনেক ভয়াবহ, যাদের কাগজ নেই বা অনিয়মিতভাবে আছেন তাদের ধরে নিয়ে ডিটেনশন সেন্টারে রাখা হচ্ছে। পরে ট্রাভেল ডকুমেন্ট তৈরি করে ফেরত পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠিয়ে দিচ্ছে।

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ বিন কাশেম জানান, এখন পর্যন্ত কতজন বাংলাদেশিকে ডিটেনশন সেন্টারে আটক রাখা বা দেশে ফেরত পাঠানো হয়েছে এ বিষয়ে কোনও তথ্য তার জানা নেই বলে তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন।

জানা যায় সর্বশেষ, গতকাল সোমবার একজন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ওই বাংলাদেশিকে ৩০ দিন ডিটেনশন সেন্টারে রাখা হয়। এরপর বাংলাদেশ দূতাবাস তার ট্রাভেল ডকুমেন্ট দিলে তাকে ফেরত পাঠানো হয়।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন