ওয়েব নিউজ |
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে স্তায় বাংলাদেশ বাংলাদেশ কমিটির সবচেয়ে বড় মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় সেন্টারের সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিন-এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী নুরুল ইসলামের পরিচালনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় মেয়র ইজুদ্দিন তাইবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টডেনিস প্রধান ফাদার ডমিনিক পেলে ও লাকর্ণব অঞ্চল গির্জার প্রধান জর্জে উসাবি , এফএমসি সেক্রেটারী জেনারেল হাদজা , বারাজ তামিমি , এডজোয়া মেয়র নাজাত।
ইফতারি আসা অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কুরআন নাজিলের এ মাসে কুরআন থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনায় নিজেদের পরিচালিত করতে হবে । সেই সাথে সকলকে রমাদানের প্রকৃত শিক্ষা গ্রহণেরও প্রতি আহ্বান জানান ।পরে আগত অতিথিসহ উপস্থিত আগতরা ইফতার করেন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা আশরাফুল ইসলাম, অফিওরার পরিচালক কৌশিক রাব্বানী, আমি ভয়েজ-এর পরিচালক তানজিম হায়দার ,কমিউনিটির পরিচিত মুখ ওবায়দুল্লাহ কয়েছ ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাজনীতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশী ।