আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

আমার এই বিজয় রাশিয়াকে আরও শক্তিশালী করবে: পুতিন

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ১৭ মার্চ, ২০২৪   ১০:২৫ পিএম
webnews24
ছবি: || অনলাইন থেকে
আন্তর্জাতিক ডেস্ক

টানা তিন দিনের ভোট গ্রহণ শেষে রাশিয়ার স্থানীয় সময় আজ সোমবার দেশটির নির্বাচন কমিশন ফলাফল জানানো শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, ৫০ শতাংশ ভোট গণনা সম্পন্ন  হয়েছে। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮৭ দশমিক ৩৪ শতাংশ ভোট পেয়েছেন। এতে তার তিন প্রতিদ্বন্দ্বী ধারেকাছেও নেই। 

এদিকে এরই মধ্যে ভাষণ দিয়েছেন পুতিন। তিনি তার প্রধান নির্বাচনী কার্যালয়ে বলেছেন, আমার এই জয় রাশিয়াকে শক্তিশালী ও আরও কার্যকর করবে। এসময় তিনি ভোট দিতে আসা নাগরিকদের ধন্যবাদ জানান। সেইসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধে যুদ্ধরত রুশ সেনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

পশ্চিমাদের ইঙ্গিত করে পুতিন বলেছেন, তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমাদের ইচ্ছাকে, বিবেককে দমন করার চেষ্টা করুক না কেন ইতিহাসে কেউ তাতে সফল হয়নি। তারা এখন যেমন ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও ব্যর্থ হবে। 

পশ্চিমাদের কড়া সমালোচনা করলেও চীনের ব্যাপক প্রশংসা করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছেন,চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক মজবুত এবং তিনি নিশ্চিত যে তারা আগামী বছরগুলো আরও শক্তিশালী হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন