আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ইটালিতে জার্মান অভিবাসী উদ্ধারকারী জাহাজ দুই মাসের জন্য আটক

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ১২ মার্চ, ২০২৪   ১১:১৭ এএম
webnews24
ভূমধ্যসাগরে বিপদে পড়া অভিবাসীদের উদ্ধারে নিয়োজিত সি-ওয়াচ এর জাহাজ৷ ছবি: সি-আই
অনলাইন ডেস্ক

জার্মানির বেসরকারী সংস্থা সি-আই এর ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারে নিয়োজিত একটি জাহাজ দুই মাসের জন্য আটক করেছে ইটালি৷ রোববার ১৪০ অভিবাসীকে উদ্ধার করে ইটালিতে নিয়ে আসার পর তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ৷

দক্ষিণ ইটালির শহর রিগিও ক্যালাব্রিয়াতে জাহাজটিকে ৬০ দিনের জন্য আটক রাখা হবে বলে দুই পক্ষ থেকেই বিবৃতিতে জানানো হয়েছে৷ 

কর্তৃপক্ষ জানিয়েছে, লিবিয়ার উপকূলরক্ষীরা অভিবাসীদের নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়ার পরও সি-আই এর স্বেচ্ছাসেবীরা তাদের জাহাজে তোলে৷ অন্যদিকে বেসরকারি সংস্থাটি জানিয়েছে লিবিয়ার পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের মধ্যঘনের মধ্যে পড়তো৷ 

আরো পড়ুন>> সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় পাঁচজনের মরদেহ উদ্ধার

আড়াই সপ্তাহের অভিযানের পর রোববার সি-আই এর জাহাজটি ১৪৫ জন অভিবাসীকে নিয়ে সিসিলি ও ইটালির মূল ভুখণ্ডের মধ্যবর্তী একটি প্রণালীতে নোঙ্গর করে৷  

বেশিরভাগ অভিবাসী সিরিয়া ও সোমালিয়ার নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি৷ উন্নত জীবনের আশায় ইউরোপের উদ্দেশে তারা নৌকায় করে ভূমধ্যসাগরে যাত্রা করেছিলেন৷ লিবিয়া ও টিউনিসিয়ার উপকূল থেকে এমন যাত্রায় প্রায়ই বিপদে পড়েন অভিবাসীরা৷ আইওএম এর হিসাবে, ২০২৩ সালে এই পথে তিন হাজার ১২৯ জন নিখোঁজ হয়েছেন৷ ২০১৪ সাল থেকে শুরু করে সংখ্যাটি ২৯ হাজার ১৫৬ জন৷

অভিবাসীদের সমুদ্রযাত্রা ঠেকাতে লিবিয়ার সাথে চুক্তি রয়েছে ইউরোপীয় ইউনিয়নের৷ তাদের সহায়তায় লিবিয়ার উপকূলরক্ষীরা প্রায়ই সমুদ্র থেকে অভিবাসীদের আটক করে দেশটিতে আটক করে৷ তবে অভিবাসীদের সঙ্গে উপকূলরক্ষীদের আচরণ এবং লিবিয়ার আটককেন্দ্রগুলোতে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংসসংস্থাগুলোর৷

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন